লেবেল

বুধবার, ১১ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি -ই সুর সংখ্যা -১২। মলয় কুমার মাঝি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature

 





প্রকৃতি -ই সুর সংখ্যা -১২

মলয় কুমার মাঝি



১.

প্রসব যন্ত্রনা


কোন এক ভয়,অদ্ভুত তেড়ে আসে
তখন বর্ষাকাল যৌবন নাভি ভরা নদী;
 খেলা করে ঘোঁলা জলে দেশের মাটি,
 অভিষেক হয়েছে কত দিন-দরিদ্র ;
অসহায় ;নির্যাতন নর-নারীর,কলজে ভাঙ্গা আর্তনাদ,
রক্ত ভেজা সর্বাঙ্গে,তবুও কি স্বাধীনতা পেলাম!

মাটি মুখ টিপে কাঁদে দূর্বা ঘাসের আড়ালে-
তাজা প্রাণের নিঃস্বার্থ ঘামে মাখা নিঃশ্বাস;
বুকের ভিতর আঘাতে-আঘাতে কথা বলে।
তিল-তিল করে গড়ে উঠা স্বচ্ছ স্বপ্ন গুলো ;
কোথায় যেন হারিয়ে গেলো!

বুটের আওয়াজে ঘুম ভাঙ্গাতো-সেই দিন,
চোখের সামনে দিয়ে লুঠ করে নিয়ে
 গেলো শৈশব,কিছু স্বার্থপর মানুষের-
 স্বপ্ন স্বাক্ষরে।সেই দিন ভাবতে পারি নি কেউ,গর্ভবতী-
 নারীর প্রসব যন্ত্রনার জন্ম নেওয়া সন্তানের কথা!

সুন্দর,সুকৌশলে সর্বভৌম স্বাধীনতা পেলাম নামান্তে!
দাবানলের চূড়ান্ত অগ্নি ফুলিংঙ্গো জ্বলে উঠলো,দুই ভাইয়ের বুকে;হাজার-হাজার বরফের স্তূপ ঝড়ে পরলো,
এখনো রক্তের রং লাল দেখতে,কেবল দেখতে পায়; তোমার সবুজ শিরায় পাতায়-পাতায়....







২.
সেই বয়সের কালবৈশাখী

সেই আম কুড়ানো প্রবল ঝরের মুখের বেশ কিছু স্মৃতি,
কাঁচা আমের গন্ধ বাতাস আত্মহারা;মা কত বকে ছিলো, বার-বার কোন কথায়-কান দেওয়া হয় নি;এখন সেই দিন নেই,বড্ড অভাব ফুরিয়ে এসেছে সময়,বয়সের তারতম্য সংসারের চাপে-কালবৈশাখী,আসলে বুকের ভিতর একটা অজানা স্রোত আছড়ে পরে,সেই দিন ভয় ছিলো না;কোন কিছুর,কেবল -মায়ের কড়া হাতের মার, শুকনো হাওয়ার আঁচলে ঘুরপাক খেতো কত রোদে পোড়া শুকনো ময়লা-আর্বজনা,চোখ-মুখ ভরে দিতো,পৃথিবীর চোখে হঠাৎ নেমে আসতো অন্ধকার,পাখিরা হারাতো ঘর,গাছেদের ভাঙ্গতো ডাল-পালা,তারা কেউ কিন্ত কোন দিন অভিযোগ কিংবা হা-হুতাশ করে নি,তোমার-আমার মতন!
 মনে যেমন নেশা আছে,ভালোবাসার মন আছে মনে,রক্তে আছে দুঃখের ভয়াল নিষ্ঠুর স্রোতের গর্জন,
আচমকা নীল পাখি বলে-ঝরের গতির স্রোতে স্বর চড়িয়ে কালবৈশাখী তুমি;নিষ্ঠুর প্রেমিকা, তুমি চোখের বালি,ভালোবাসার এক পচলা বৃষ্টি,ঈশানের চোখের কোণের কালি,প্রচণ্ড দাবাদহের মুক্তির উল্লাস,সৃষ্টির এক নতুন অধ‍্যায়,নির্বীকার কৃষ্ণচূড়ার নরম তুল-তুলে পাপড়ি গুচ্ছো,কি সুন্দর হেসে-খেলে,ভেসে বেড়াচ্ছে তুমি দেখছো তাদের!
অন‍্যদিকে আম গুলো গাছের তলায় পরে নষ্ট হয়ে যায়!
তুমি জানো কী?
সেই বয়সের ছেলের দল এখন গোপনে ইন্টারনেটে ব্যস্ত ....









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন