লেবেল

মঙ্গলবার, ১০ মে, ২০২২

শুধু কবিতায়.... প্রকৃতি-ই সুর সংখ্যা -১০ । জগদীশ মন্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



প্রকৃতি-ই সুর সংখ্যা -১০

জগদীশ মন্ডল




বোশেখ আসুক


বোশেখ এলে তপ্ত রোদে
সেঁকে ধরাতল,
গাছে গাছে সবুজ পাতার
রঙ বাহারী ঢল।

ভোরের আলো পাখির ডানায়
কিচির মিচির ডাকে,
তার ডাকেতে বিশ্বকবি
কান পাতে বৈশাখে।

রবি এলে পাড়ায় পাড়ায়
নানান জলসাঘর,
গান,কবিতা,নাটক দিয়ে
সাজায় পরস্পর।

কবি,সাহিত‍্যিকের মনে
খুশিতে হিল্লোল,
মঞ্চে তারা সুযোগ পেলে
পাল্টে যাবে ভোল।

আসুক আসুক বোশেখ হাসুক
প্রীতির ছবি আঁকি,
সোনার বাংলা আলপনা দিক
বেঁধে মিলন রাখি।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন