প্রকৃতি-ই সুর সংখ্যা -১৪
নিমাই জানা১.
হিমায়িত বরফ ও মাল্টিভিটামিন জ্যোৎস্না
হিমায়িত ইলেকট্রন কক্ষের ভেতরে থাকা আগুনের বক্ষবন্ধনী গুলো আমার বাবার বিছানাকে তাম্রফলক দিয়ে জোড় বেঁধে রেখেছে একটি বিপ্রতীপ ঘোড়া
গলিত মোমবাতির মতো আমার বিছানার চারপাশে স্থলভূমির অজগর , তার দাঁতের পাশের স্ক্লেরোসিস দাঁতগুলোতে ক্ষত মুখ জড়িয়ে আছে হরপ্পা নগরের স্নানাগার
মাল্টিভিটামিন ঠোঁটের ভেতরে ক্ষয়জাত পাহাড় গুচ্ছের জমজ রাশিমালা ক্যাকটাসের পেছনে থাকা জোনাকির অসহযোগের মতো এক দীর্ঘকায় সেন্ট্রোমিয়ার হয়ে ছুটে যাচ্ছে অবাধ্য কালীন ল্যাকটেট বিকেলের দিকে ,
এক-একটা আবহবিকার রোদ নীল জ্যোৎস্নার নিচে প্রতিদিন আমাকে ও অঙ্গুরীমাল ছায়ায় রোপন করে গর্ভাশয়হীন আঙ্গুর ক্ষেত ভেবে
একটা জলাশয় মানেই নীল ঠোঁটের কাপালিক , প্রতিটি ব্রততী ফুলের থেকে আত্মসমর্পণ করে নেমে আসে প্রতিটি অন্ধযোগ কালী মন্দিরের পাশে , ঈশ্বর ধর্মযুদ্ধ শেখাবেন
একা চাঁদ জানে কোন রাতের বিভাজ্য কষ্টকথা থাকতে নেই , সব কষ্ট রাতের বেলায় চকচক সামন্তরিক হয়ে জেগে ওঠে নিদ্রাহীন মানুষের তৃতীয় নেত্রে
আজ আমার হঠাৎ আগুনের খিদে পেলে
হিমায়িত ইলেকট্রন কক্ষের ভেতরে থাকা আগুনের বক্ষবন্ধনী গুলো আমার বাবার বিছানাকে তাম্রফলক দিয়ে জোড় বেঁধে রেখেছে একটি বিপ্রতীপ ঘোড়া
গলিত মোমবাতির মতো আমার বিছানার চারপাশে স্থলভূমির অজগর , তার দাঁতের পাশের স্ক্লেরোসিস দাঁতগুলোতে ক্ষত মুখ জড়িয়ে আছে হরপ্পা নগরের স্নানাগার
মাল্টিভিটামিন ঠোঁটের ভেতরে ক্ষয়জাত পাহাড় গুচ্ছের জমজ রাশিমালা ক্যাকটাসের পেছনে থাকা জোনাকির অসহযোগের মতো এক দীর্ঘকায় সেন্ট্রোমিয়ার হয়ে ছুটে যাচ্ছে অবাধ্য কালীন ল্যাকটেট বিকেলের দিকে ,
এক-একটা আবহবিকার রোদ নীল জ্যোৎস্নার নিচে প্রতিদিন আমাকে ও অঙ্গুরীমাল ছায়ায় রোপন করে গর্ভাশয়হীন আঙ্গুর ক্ষেত ভেবে
একটা জলাশয় মানেই নীল ঠোঁটের কাপালিক , প্রতিটি ব্রততী ফুলের থেকে আত্মসমর্পণ করে নেমে আসে প্রতিটি অন্ধযোগ কালী মন্দিরের পাশে , ঈশ্বর ধর্মযুদ্ধ শেখাবেন
একা চাঁদ জানে কোন রাতের বিভাজ্য কষ্টকথা থাকতে নেই , সব কষ্ট রাতের বেলায় চকচক সামন্তরিক হয়ে জেগে ওঠে নিদ্রাহীন মানুষের তৃতীয় নেত্রে
আজ আমার হঠাৎ আগুনের খিদে পেলে
২.
প্রাচীন নৌকা ও মেষপালকের কথা
আমাদের চোখগুলোই পরাগ মিলনের পরও সকলেই অনুর্বর থেকে গেছে রঙ্গন ফুলের মতো
বাবা এখানে অপরাজিতা ফুল চাষ করত বলেই প্রতিটি গাছের তলায় একটা দারুচিনির লাল পাতা ঘরের কালপুরুষ সেজে বসে থাকে ৩০ ডিগ্রি কোণের প্রণয় কথা শিখিয়ে ,
আমাদের নৈসর্গিক পুরুষের মতো ঈশ্বর তোমার বিভাজিকার নিচে এক আকাশ মহাশূণ্যের অমৃত খেয়ে ফেলবে তিস্তা নদীর মতো দাঁত দিয়ে
আমি মন্দিরতলায় অতীন্দ্রিয় মেষপালক সেজে বসে আছি
কোন প্রখর রোদ নেই , আমি ছায়ার মতো দাঁড়িয়ে নিজের অসুখ ঢেকে রাখি বিনিদ্র রাতের লাল প্রজাপতি দিয়ে
প্রতিটি তৃণভোজী পুরুষকে চতুর্থ জনুক্রমের মধ্যপ্রহরে ওঠে চাঁদের সমর্পণ কথা জানিয়ে আসতে নেই
আয়ুরেখার মাঝখানে একটা প্রাচীন মাঝি নৌকার অন্তরীক্ষে বসে চন্দ্রগ্রহণ কথা বুকে নিয়ে সাদা মহাভারতের বক্ষবন্ধনী আলগা করছে , আগুনের তাপ সাদা পালকগুলোর গৃহস্থ দরজা ও জানালার পাশে ক্লীবলিঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে
পাতাগুলো ব্রহ্মের মতো , আমার মাথার ওপর চারদিনের নরম ভ্রণময় তরোয়াল হয়ে ঝুলে আছে , রাত্রির কোন আত্মীয়তা নেই
আমি শুধু একটি অলৌকিক কালবৈশাখীর অপেক্ষা করছি , যে সূক্ষ্মকোণে দাঁড়ানো মেহগনি গাছের পর্বমধ্যের ভেতর থেকে চাঁদ সওদাগর আর অ্যারিস্টোটলকে পাই চিত্রের গণিত রপ্ত করাচ্ছেন
গাছের তলায় হিমাঙ্ক বরফ জমে উঠেছে
আমাদের চোখগুলোই পরাগ মিলনের পরও সকলেই অনুর্বর থেকে গেছে রঙ্গন ফুলের মতো
বাবা এখানে অপরাজিতা ফুল চাষ করত বলেই প্রতিটি গাছের তলায় একটা দারুচিনির লাল পাতা ঘরের কালপুরুষ সেজে বসে থাকে ৩০ ডিগ্রি কোণের প্রণয় কথা শিখিয়ে ,
আমাদের নৈসর্গিক পুরুষের মতো ঈশ্বর তোমার বিভাজিকার নিচে এক আকাশ মহাশূণ্যের অমৃত খেয়ে ফেলবে তিস্তা নদীর মতো দাঁত দিয়ে
আমি মন্দিরতলায় অতীন্দ্রিয় মেষপালক সেজে বসে আছি
কোন প্রখর রোদ নেই , আমি ছায়ার মতো দাঁড়িয়ে নিজের অসুখ ঢেকে রাখি বিনিদ্র রাতের লাল প্রজাপতি দিয়ে
প্রতিটি তৃণভোজী পুরুষকে চতুর্থ জনুক্রমের মধ্যপ্রহরে ওঠে চাঁদের সমর্পণ কথা জানিয়ে আসতে নেই
আয়ুরেখার মাঝখানে একটা প্রাচীন মাঝি নৌকার অন্তরীক্ষে বসে চন্দ্রগ্রহণ কথা বুকে নিয়ে সাদা মহাভারতের বক্ষবন্ধনী আলগা করছে , আগুনের তাপ সাদা পালকগুলোর গৃহস্থ দরজা ও জানালার পাশে ক্লীবলিঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে
পাতাগুলো ব্রহ্মের মতো , আমার মাথার ওপর চারদিনের নরম ভ্রণময় তরোয়াল হয়ে ঝুলে আছে , রাত্রির কোন আত্মীয়তা নেই
আমি শুধু একটি অলৌকিক কালবৈশাখীর অপেক্ষা করছি , যে সূক্ষ্মকোণে দাঁড়ানো মেহগনি গাছের পর্বমধ্যের ভেতর থেকে চাঁদ সওদাগর আর অ্যারিস্টোটলকে পাই চিত্রের গণিত রপ্ত করাচ্ছেন
গাছের তলায় হিমাঙ্ক বরফ জমে উঠেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন