লেবেল

শুক্রবার, ১৩ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি -ই সুর সংখ্যা -১৪।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





প্রকৃতি -ই সুর সংখ্যা -১৪

শ্রীমন্ত দাস



বসন্ত বিহনে


আজও শুনি ভোরে কুহু কুহু সুরে

কোকিলের কলতান,

ভরায় রোদনে বসন্ত নেই

আসে না খুশির বান।


দিগন্ত থেকে দিগন্তে মেশে

করুণ আর্তনাদ,

ফোটে নি পলাশ কৃষ্ণচূড়া

মনে আজ অবসাদ।


মাঝে মাঝে যাচে চাতক বারি

চোখগেলো চলে ডেকে,

হাঁটু ভরা জলে গরুগাড়ি চলে ছোট নদী চলে বেঁকে।


টুনটুনি খোঁজে ছানাকে হারিয়ে

সারাটা বেগুন তলা,

হাবুদের পুষি প্রতিদিন আসে

খেতে টুনিদের পোলা।


ব্যস্ত হাটুরে গ্রীষ্ম সকালে

দ্রুত পায়ে হেঁটে চলে,

ঝুড়ি ভরা শাক সবজি ও মাছ

পশরা চলেছে দলে।


উঠোনের কোনে শিশু এক মনে

মজেছে সহজ পাঠে,

গ্রীষ্মের রোদে তাপের প্রভাবে

মাঠ ঘাট গেছে ফেটে।


মনে নেই সুখ ব্যথা ভরা বুক

রেখে গেছো স্মৃতি মনে,

আসে না পলাশ ফোটে না শিমুল বসন্ত বিহনে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন