প্রকৃতি -ই সুর সংখ্যা —২২
অর্ণব বশিষ্ঠ
১.
নতুন সকাল
হিমের পরশ মাখানো সকালে
সবুজের দিকে দেখো দৃষ্টি মেলে
শিশিরের ছোঁয়ায় পুলকিত ঘাস
কান পেতে শোনো তাদের স্নিগ্ধ শ্বাস
নরম কমলা রোদ গাছের পাতায়
সূর্যের সোনালি আভা ক্লান্তি মুছে নেয়
নবাগত সকালে আজ পূর্ণ উদ্যম
আনন্দে হোক শুরু দিনের কার্যক্রম
২.
সবুজ প্রাণ
মাটির বুকের মাঝে লুকিয়ে ছিল সুপ্ত এক প্রাণ
ভোরের আলো শোনালো তাকে ঘুম ভাঙানিয়া গান
ওঠো ওঠো, মাটি মায়ের বুকের থেকে ওঠো
সবুজ হাসি আলোর রেণু ছড়াও মুঠো মুঠো
বাতাস তোমায় যাক ছুঁয়ে যাক আলতো আদরে
সূর্যকিরণ দিক জড়িয়ে নরম আলোর চাদরে
কচি কচি সবুজ ডানা দাও ছড়িয়ে বাতাসে
তোমার খবর জেনে নীল আকাশ উঠুক হেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন