লেবেল

রবিবার, ২৭ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫৪।। পাপড়ি ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





বসন্ত এসে গেছে -৫৪

পাপড়ি ভট্টাচার্য


বসন্তবেলা 


হ্যালো বসন্ত --
একটু অপেক্ষা করো, চলে যেওনা
ফাগুন আর চৈত্র বেলার হাওয়ার সঙ্গে
আমার অপেক্ষা ছুঁয়ে ছুঁয়ে যায়
আমের মুকুল আর পলাশ পাপড়িতে
তুমি সেজেছ লাল হলুদ আবিরে
আমি চন্দন গন্ধ নিয়ে বসে আছি
তোমাকে বরণ করবো বলে।

এবার চিনতে পারলে তো প্রিয় --
আমি তোমার প্রিয়া, বৈশাখী
এসো বসন্ত,এসো সমস্ত পূর্ণতা নিয়ে
এসো আমার প্রেমিক, এসো হে এসো
আমার বরমাল্য গ্রহণ করো।
পৃথিবীর বিবাহ মন্ডপে আমরা তো
একে অন্যের পরিপূরক।










*পাঠকের আপনজন*  *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা
--------------------------------------

🙏🙏লেখা আহ্বান🙏🙏

তুমি কে?
তুমি কি গ্রহান্তরের দলছুট?... 
এ পৃথিবী লোভের,ঘৃণার, উন্মত্ততার নয়"

(সুনীল গঙ্গোপাধ্যায়ের) 



 
দু'টি বিশ্বযুদ্ধসহ  আরও বাহুযুদ্ধ, বহু শান্তিচুক্তি পেরিয়ে ফের আগ্রাসন, যুদ্ধ। গৃহহীন মানুষ।মৃত্যু, আতঙ্ক, অনিশ্চয়তা। বর্তমান রাশিয়া - ইউক্রেন যুদ্ধ স্মরণ স্মরণ করে দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন।তাই অঙ্কুরীশা-র  পাতায় প্রকাশিত হবে   এপ্রিল২০২২,  প্রতিদিন বিভাগে  'যুদ্ধ বিরোধী কবিতা '।


সারা এপ্রিল  মাস জুড়েই প্রকাশ পাবে   "যুদ্ধ বিরোধী  " বিষয়ক কবিতা । আপনার কবিতায়  উন্মোচিত হোক — উপমহাদেশীয় কূটনীতি এবং যুদ্ধ ভাবনা।  তাই  অঙ্কুরীশা-র  পাতায় আজই লিখে ফেলুন ' যুদ্ধ বিরোধী'  বিষয়ক কবিতা। 
 



✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হবে প্রতিদিন বিভাগে  'যুদ্ধ বিরোধী '   বিষয়ক  শুধু কবিতা।

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা  পাঠাবেন। 

✍️✍  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 

🙏এই বিভাগের  লেখা   মৌলিক ও অপ্রকাশিত হতে  হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।

 🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। 


✍🏾 এই পর্ব চলবে ১লা  এপ্রিল ২০২২ থেকে  ৩০শে   এপ্রিল ২০২২  পর্যন্ত। 

👇🏾আপনি আপনার  'যুদ্ধ বিরোধী'  বিষয়ক   দুটো কবিতা   আজই মেল করুন👇🏾
 *ankurishapatrika@gmail.com* 

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

 
✍🏾 মুক্ত মনে লিখুন  উক্ত বিষয়ের  জন্য কোন লাইন সীমা কিংবা শব্দ সীমা  নেই। 

নমস্কার। 
ভালো থাকুন। 
সুস্থ থাকুন। 


 সম্পাদক, 
অঙ্কুরীশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন