লেবেল

মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪৪।। মালা ঘোষ মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বসন্ত এসে গেছে -৪৪

মালা ঘোষ মিত্র




১.

মিঠেল রোদ  


স্বপ্নেরা ধূসর হয়ে যায় বয়সের সাথে সাথে
বসে আছে অনিশ্চয়তা গুড়ি মেরে।
বিপন্নতা মিশে আছে অদ্ভূত ভাবে।
অচেনা একটা পাখি ডাকছে
নির্জনতা ভেঙে... 
কাঁটাতারের উপর বসে
ল্যাজ নাড়াই, তুমি কি দেখতে পাচ্ছ
পাখিটাকে, সময় হাতড়াই ... 
কতবার হাত ধরে দুধেলা জ্যোৎস্নার
আলোকিত পথে হেঁটেছি বসন্ত বাতাসে
অক্ষরগুলো ফিরে ফিরে এসে
বয়ে যায় অতলের দিকে।
ভোরের বাতাসে এক মিঠেল রোদ
একবার প্রজাপতি হতে দোষ কি!






২.
শান্তির আশ্রয়   

যতদূর চোখ যায়
আমি দেখার চেষ্টা করি
তাগিদ বড্ড একপলক দেখার
মনে গেঁথে আছে,
ছুঁয়ে দেখার অবকাশ দাওনি
গভীর যন্ত্রনায় ছিঁড়ে যেতে চাই
সব আবরণ...
যা খেলা একজনের কাছে
তাই মৃত্যুর শামিল, অন্যের কাছে।
ভালোবাসতে বুঝি আর কেউ পারে না
মেয়েদের মতো করে।
কাঁদতেও পারে না অপরের কষ্টে।
ফিরে এসো নিঃস্ব হয়ে এই বসন্তের সন্ধ্যায়
বিনিসুতোর মালায়...
শেখাব তোমায় —
শান্তির আশ্রয় শীতলতায়।











1 টি মন্তব্য: