বসন্ত এসে গেছে ৪৬
রঞ্জন ভট্টাচার্য
১.
সর্বনাশ
কপালে তোমার বসন্ত টিকা
প্রস্ফুটিত...
চোখে তোমার জয়টীকা উন্মুক্ত পলাশ
ঠোঁটে তোমার রক্ত গোলাপ
রাঙায়িত
কটি দেশে হরিণশিশু ....
যৌবনের আভাস
আমার মনে পলাশ বরন
জাগায় সর্বনাশ!
২.
প্রাক বসন্ত
আজ সন্ধ্যায় প্রাক বসন্তে
কত না মাখামাখি
আমার বসন্ত উঠলো সেজে
কোথায় তাকে ঢাকি।
মাখিয়ে দিল হৃদয় জুড়ে
ওরাও হৃদয় ভরে
আমার হৃদয়ে রয়েছ নীরবে
সারাটা আকাশ জুড়ে।
অঙ্গে অঙ্গে বহিরাঙ্গে
কতনা রঙের মেলা
আমি মিশে যাই ধুলোর পরে
ধুলোয় করি যে খেলা।
পারেনি আমি মাখাতে ওদের
ওদের হৃদয় জুড়ে
এই বসন্তে এগোয় না হাত
মাখাতে পলাশ জুড়ে।
তবু ভেসে যাই রঙের মেলায়
এই প্রকৃতির বুকে
সব দুখ্ শোক ভুলে গিয়ে
চলো মেতে যাই সুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন