লেবেল

মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪৫ ।। অলক্তিকা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






বসন্ত এসে গেছে -৪৫

অলক্তিকা চক্রবর্তী




১.

আহ্বান




এসো বসন্ত এসো

স্বান্তনা-সাগরে দুমুঠো আলোচাল ফুটিয়ে 
কেঁপে ওঠা রোমন্থনী

এসো সকাল...ও গন্ধ বাতাস

নিয়ত তারতম্য হীন এ জীবন 
কেবল জপের মালায় রুদ্রাক্ষ বীজ স্মরণে কেটে যাওয়া সময়
ধরা পড়ে যাওয়া যতকিছু মারপ্যাঁচ
বিহান বেলায় নৈঋত যাপন
নিরন্তর যুদ্ধ বিধ্বস্ত এ মনটাকে শান্তি দিতে এসো...
শম-দম-তিতিক্ষায় পাষাণ গলানো পথে...

এসো আমূল নাড়িয়ে দাও আমার সংস্কার ভালোমন্দ শুভংকর আয়ুষ্কালটুকু
বর্ণবিশ্লেষণে কুলুকুলু সোহাগের নদী হয়ে
এলায়িত ফাগুন মেঘ
এসো...

আমায় গ্রহণ করো







২.
 বসন্তলিপি



ছেড়ে দিতে পারি দুটো একটা অক্ষর
ঢেলে দিতে পারি ফোঁটায় ফোঁটায় রক্ত
রুদ্রানী তুই একাই চাখবি নাকি
ফাগুন দিনের অবেলার এই সাক্ষর

পলাশের নেশা ছাড়িয়ে মনের রাশ
তোর ফাগুনের সমূহ সর্বনাশ
ইচ্ছে করেনি হাত ধুয়ে ফেলে দিতে
টেনে রাখা সেই মজনুর উচ্ছাস

দাম দিতে হয় জেনেছি অনেক পরে
পুড়ে গিয়ে খাঁটি হয়তো কিছুটা পোক্ত
সন্তাপ আজ 'ঈশ্বর' কথা বলে
স্বেচ্ছায় সেই আগুনেই হাত  শক্ত

তিলে তিলে তার সহনশীলতা বয়ে
প্রতিটি আখরে বাঁচবার রোদ সত্য
বন্ধু? অপত্য? অভিমান কথা বলে
বিলাসী ভীষণ শেষ ফাগুনের মন্তর

বিবশ স্নায়ুর হিন্দোল মাখামাখি 
ছুঁইয়ে দিয়েছে তারুণ্যে ভরা ভার
অবুঝ বসন্ত সবুজের এই লিপি
পাঠিয়ে দিয়েছে অপত্য দরবার











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন