জায়মান জীবন -১০
অজিত বাইরী
আগামীর উদয়
ভরসা কোথায়, নতুন বছরের নতুন পাতায়
লেখা হবে নতুন অক্ষর?
বিগত বছর, সে-তো উন্মাদিনী, প্রলয়ংকরী;
মৃত্যুর দু'হাতে জীবনকে নিয়ে করেছে খেলা।
অবহেলায় ফুরিয়ে গেল কত মানুষের আয়ু;
কত কলম স্তব্ধ হয়ে গেল বেলা ফুরোবার আগে।
আসুক, সুদিন আসুক, প্রার্থনা জেগে আছে;
আগামীর প্রতিটি উদয় হোক স্বপ্নে-ভরা সোনালি দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন