পৌষ এল ঘরে-৩৩
মৃণালেন্দু দাশ
১.
মায়ামাছ
হিমের ভিতরে হিম মেঘলা আকাশ
শিথিল কলসী নিতম্ব ছুঁয়ে মাটিতে মেশে জল
ডুব দেয় পানকৌড়ী মায়মাছ ঠৌঁটের উপর
বাজে আশ্চর্য মোহন , টানে টেনে নিয়ে যায় দূরে মোহনায়
পাতায় পাতায় চঞ্চলতা মন ডুবে যায় খেঁজুরের রসে
স্পষ্ট জলছবি উতলা হরিণ চোখ
চরাচর জুড়ে পউষের তীব্র নাভি গন্ধ ঘরে থাকা দায়।
২.
মায়াপ্রকৃতি
জল থেকে উঠে আসে বরোলি মৌরলা
পদ্মার প্রশান্ত হাসি আর তোমার কাজল চোখ
নিবিড় পাঠের মধ্যে ডুবে যায় যখনই সন্ধার পউষ
প্রিয় নীরবতা তখনই কাছে আসে সব গোপনতা খুলে
আমার তখন দিব্য শিহরন রোমে রোমে মৈথুন বিলাস
এই আমার মায়াপ্রকৃতি।
ভীষণ সুন্দর দুটি কবিতা।পাঠে আনন্দ পেলাম।
উত্তরমুছুন