পৌষ এল ঘরে -৪৪
অনিন্দিতা শাসমল
আজও পিঠেপুলি বানাই
মাঠের পর মাঠ রিক্ত-শূন্য ,
আর গৃহস্থের গোলা ফসলে পূর্ণ করে , সোনালি অগ্রহায়ণ শেষে সবার উঠোনে তোমার আঁচল পাতা।
ধানের মরাই থেকে নিকোনো খামারে , চালের গুঁড়ো দিয়ে আঁকা, গোল দাগের মধ্যে রাখা লাঙল, কাস্তে , নিড়ানি... ধানের ছড়া পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের ছাপ ।
বাবার হাতের কাঁসার ঘটিতে পুকুরের জল , দূরে কোথাও.. শেয়ালের ডাক শোনার অধীর অপেক্ষা...
পাশাপাশি দুটো গাদার মাঝে, খড়ের ছাউনি আর চটের থলে পাতা নরম , উষ্ণ কুঁড়েঘর ; ঠাকুমার হাতের আদর মাখা পুরপিঠে,সরুচাকলি,পাটিসাপটা,দুধপুলি...
পৌষ এলেই হৃদয়ে কত ছবি আঁকা হয় ; মনের মধ্যে ভিড় করে কত ভুলতে না পারা মুখ...
কেন যে দুচোখ ঝাপসা হয়ে আসে !
আমি আজও পিঠেপুলি বানাই...
তবে...
Nice
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ।
মুছুন