লেবেল

বুধবার, ২৫ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা-২৪।। জ্যোতির্ময় দাশ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা-২৪

জ্যোতির্ময় দাশ


একটি অকথিত শব্দবন্ধ


এক একদিন গভীর রাতে আকাশের দিকে চেয়ে
থাকতে থাকতে মনে হয় আকাশ নিভৃতে যেন
আমার সঙ্গে কথা বলতে চায়—
দেখতে পাই দ্রুত স্থান বদল করতে চায় নক্ষত্রেরা
জরুরি কিছু সংলাপের জন্য । কালপুরুষের পরিচিত
তরোয়ালের মৃদু ঘর্ষণের শব্দও ভেসে বেড়ায় ইথারে,
অঙ্গিরা পুলস্ত্য মরীচিকা সপ্তর্ষিমণ্ডলের প্রথাগত
অবস্থান থেকে সরে এসে গোপন আলাপে মেতে থাকেন
অস্পষ্ট আলো-আঁধারিতে দাঁড়িয়ে দুয়েকটি বৃক্ষ
মর্মরিত সুরে সেরে নেয় তাদের নি:সঙ্গ ব্যক্তিগত আলাপ
অচেনা সংগীতের মূর্ছনায় পল্লবিত শাখার আড়ালে
পৌরাণিক শুকসারি মগ্ন হয়ে পড়ে চিরন্তন প্রেমে!

নাগরিক যন্ত্রণার এই তীব্র বাতাবরণ থেকে মুক্তি পেতে
আমি আজকাল চেয়ে থাকি মধ্যরাতের আকাশে—
মনে পড়ে যায় অনেককাল আগের কিছু স্বপ্নময় মুহূর্ত
আর প্রিয় একটি শব্দবন্ধ তোমাকে না-বলতে পারার অক্ষমতা!











আরও পড়ুন 👇🏾👇🏾



ধারাবাহিক রহস্য উপন্যাস 
---------------------------------------
আজ পর্ব-২ 
অনন্যা দাশ 
💍💍💍💍
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_19.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন