।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৭।।
এসো হে বৈশাখ
দীনেশ সরকার
বৈশাখ মানে নববর্ষ
নতুন স্বপ্ন-ছবি
নতুন দিনের নতুন আশায়
জাগে ভোরের রবি।
পয়লা বৈশাখ হালখাতা যে
বাঙালির এক উৎসব
নতুন খাতার শুভ মহরৎ
ব্যস্ত দোকানী সব।
ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট
হাতে হাতে ঘোরে
পয়লা বৈশাখ হাজির যে আজ
আমবাঙালির দোরে।
বৈশাখ মানে ভীষণ দহন
শরীর ঘামে ভরা
রুক্ষ শুষ্ক মাঠে ঘাটে
তীব্র জলের খরা।
বৈশাখ মানে কালবৈশাখী
প্রবল ঝড়ের মাতন
আম কুড়ানোর ধুম পড়ে যায়
খোকা-খুকুর নাচন।
বৈশাখ মানে রবীন্দ্রনাথ
প্রাণের ঠাকুর মানি
কবিতা আর সঙ্গীতে যার
ভরাই হৃদয়খানি।
তাঁর কবিতায় তাঁরই গানে
স্মরণ করি তাঁকে
জন্মতিথির পুণ্যলগ্নে
পঁচিশে বৈশাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন