প্রেমের কবিতা -২৫
বিশ্বজিৎ রায়
১.
গল্পের মতো
এসো গল্প বাঁধি ---
মিছিমিছি হোক, তবু একটা দিন চলো
দুজনে মুখোমুখি বসে জলছবি আঁকি,
হাতে হাত রেখে শুনি হারিয়ে যাওয়া নদীশব্দ...
ক্যামেরার শাটার টিপে গাছে বসে থাকা
পাখিদের ছবি তুলি,
সারাটা দুপুর কাটাই রবিঠাকুরের গান শুনে----
সন্ধ্যা নামলে, বেগম আখতার, নয়তোবা
রঙিন পানীয় সাজিয়ে গুলাম আলি, জগজিৎ সিং...
এভাবে একটা দিন গল্পের মতো যদি কাটাই যদি
মন্দ কী?
একটা রাতকে নাহয় বহুদিন পর আবার ডানা মেলে দিতে বলি ,
সেই আগের মতো! চলো.....
২.
যাব
নির্জনে, একলা বসে তুমি অনেক কথা বলো,
পৃথিবী ঘুমালে জেগে থাকো আকাশের দিকে চেয়ে কারও প্রতীক্ষায় ----
এসব আমার অজানা নয় বলে
কোনোকিছুর পরোয়া না করেই আমি একদিন
ফিরে আসব তোমার কাছে,
ঠোঁটে ঠোঁট রেখে বলব --- " এই আমি তোমারই"...
বৃষ্টি নিয়ে, দোলনা নিয়ে, কবিতা নিয়ে
অনেক খেলা করেছি, আর নয়,
মেঘ ডাকুক, না ডাকুক, পঞ্চভুজ, ষড়ভুজ
সব অন্ধকার ফালাফালা করে একদিন চলে যাব তোমার কাছে
জীবনের প্রতিটা মুহূর্তে আবার নতুন করে
আলো জ্বালাবো বলে...
আরও পড়ুন👇🏾👇🏾
❤️প্রেমের কবিতা পর্ব-১৫
----------------------------------------
আজকের কবি —
গোবিন্দ মোদক।
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_69.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন