লেবেল

সোমবার, ৩০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -৩৩।। অশোক রায়।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 


প্রেমের কবিতা -৩৩

অশোক রায় 



১.

ভালবাসার সাগরতীরে   

 

ঊষার লগ্নে সেজেছ তুমি রাগ ভৈরবী

তোমার আনাচে কানাচে ভরা সুগন্ধী মাধবী

কতবার ভেবেছিলাম তুমি শুধু আমারি

কিন্তু তুমি কারো নও হে উণ্মুক্ত কবরী

 

সমুদ্রকে তোমার আঁচল করেছি অকপট

তীব্র নেশায় লিখে চলেছি রুবাইয়াত

তবু তোমার পেয়ালা রইল অধরা

রাঙা ঠোঁট ছোঁবার আগেই উঠে এল অন্তরা

 

এখন আমি রাতের পথিক উঁকি মারি আলগোছে

যদি ধরতে পারি উষ্ণ-আবেশের পসরা দুহাতে

জানি তুমি শুয়ে আছ আধফোটা জানালায়  

অ-চন্দ্রস্পর্শা, প্রেমের আতর যেথা ঢেউ খেলে যায়।।

                                  

 

 

২.

কেন যে ভুলতে পারিনি তোমায়


কষা মাংসের সাথে খানিকটা প্রেম খানিক তৃষ্ণা

অনেকদিন পর তোমাকে দেখে আমার অনুভূতি

পড়ল মনে নদীর ঢেউয়ের পাড়ের সাথে লুকোচুরি

ঘামে ভেজা তৃপ্তির দশ আনা আঁচলে বেঁধে

গেছিলে চলে গঞ্জ পেরিয়ে জানাওনি ঠিকানা 

 

এই দেখ না আমরা কেমন হাসছি কথা বলছি

ভিন গ্রহের উদ্বাস্তুর সাথে রং-মিলান্তি খেলছি

মনের ভেতর ইয়াসে চূর্ণ আদিম উল্কার কণা

কেউ কি তোমায় বলেনি ভাঙ্গা প্রেম জোড়া লাগে না

সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না   

 

এখন চোখে শুধুই আষাঢ় শ্রাবণ নিদারুণ

পেয়েও না পাওয়া সোনালি মোমবাতিগুলো

পাড়-ভাঙা নদী আক্রোশে ভাসিয়ে নেয়

এখন বিকেলবেলায় ঝিনুক খুঁজি বিন্দু বিন্দু ধরণীতে...।

                                                                                                             



আরও পড়ুন 👇🏾👇🏾


*প্রেমের কবিতা পর্ব-৩২* 

   *আজকের কবি* 

   দীপক বেরা 💕


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_29.html


1 টি মন্তব্য: