লেবেল

সোমবার, ৩০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা - ৩৪।। রাসমণি ব্যানার্জী।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 


প্রেমের কবিতা - ৩৪

রাসমণি ব্যানার্জী 



প্রেমের সেকাল একাল


ভালোবাসার গেঞ্জি পড়ে প্রেমের ঘোরাঘুরি

গেঞ্জি ছিঁড়ে লাটাই করে ওড়ে প্রেমের ঘুড়ি। 


অবাক চোখে বারান্দাতে 

যেই দেখলাম দূরে

ঠোঁটের কোণে ঠোঁটের চুমু 

আদর গানের সুরে। 


সেকালে প্রেম ছোট্ট চিঠি প্রেমের ধারাপাত

চার মাত্রা ভালোবাসি গো ওতেই বাজিমাত। 


এখন দেখি পীরিত চলে 

 মন্দ কথার চালে 

বিয়ের আগে দেহের ছোঁয়া

মাঠের গুপ্ত আলে। 


তখন প্রেমে জীবন ছিল একটু চোখে দ্যাখা 

দূরে দাঁড়িয়ে সাইকেলেতে মুখের ছবি আঁকা। 


এখন প্রেমে দাঁড়িপাল্লা 

ছুটন্ত রেলগাড়ি 

পকেট ভরা টাকা পয়সা

তবেই তোমার বাড়ি। 


জীবন আজ রোগগ্রস্ত, প্রেম মানেটা দেহ

এখন প্রেমে শুধু কামনা দাম দেয় না কেহ। । 





আরও পড়ুন 👇🏾👇🏾


*প্রেমের কবিতা পর্ব-৩৩* 

 *আজকের কবি* 

     অশোক রায় ❤️


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_65.html




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন