দুঃসময়ের কবিতা - ৭৪
তপন বন্দ্যোপাধ্যায়
কোবিদ কবিতা
১
মানুষ ভেবেছে সে-ই নিয়ন্তা, তাহার উপরে নাই
মানুষ ঘুরবে, থেমে যাবে তার অঙ্গুলিহেলনে
মুঠির মধ্যে সাপ্টে ধরবে গোটা দুনিয়াটাই
অকস্মাৎ কেউ ঝুঁটি ধরে তার পাঠিয়ে দিয়েছে বনে;
২.
যেদিকে তাকাই, যার দিকে চাই, সব্বাই ভয়ে নীল
সহজ তো নয় মৃত্যুর কাঁধে হাত দিয়ে রোজ হাঁটা
কাগজ খুললে চোখে পড়ে যায় লম্বা মৃত্যুমিছিল
মহান মৃত্যু নিজেকে করল কেন এত সাদামাটা!
৩.
যারা খেটে খায়, রিকশা চালায়, চা বেচে চালায় দিন
অটো কিনে চলছিল সংসার, ছিল না তো মাসমাইনে
হঠাৎ পৃথিবী থেমে যেতে দেখে পৃথিবী অর্থহীন
কেউ কেউ তারা চাল-ডাল নিতে মুখ নিচু করে লাইনে।
৪.
মানুষ তো ভেবেছিল অপ্রতিদ্বন্দ্বী সে, সর্বশক্তিমান,
যে যার চূড়ায় বসে কত না আস্ফালন গর্জিয়েছে রোজ
বাঁকানো টুপিটি নেড়ে অপাঙ্গে তাকিয়ে হেসে শুনিয়েছে গান
কোনওদিন কি ভেবেছিল অহংকার হবে তার চরম আপশোশ!
৫.
বহু লক্ষ বছরের উপার্জিত জ্ঞান, তার পরাজয়ে
কতটা ক্ষমতা তার-- মানবসভ্যতা আজ বুঝেছে নিশ্চয়
হাওয়ার ধমক খেয়ে পলকা পাতার মতো ধরাশায়ী হয়ে
বুঝেছে মানুষ এক 'কুটোস্য কুটো' মাত্র, তার বেশি নয়।
৬.
মানুষ ভুলেছে আজ রাজনীতি কাকে বলে, দম্ভই বা কী
মৃত্যুমিছিল দেখে উথলোচ্ছে অনুতাপ অগ্নিতাপে পুড়ে
বেঁচে থাকবে যে-পৃথিবী--প্রায়শ্চিত্ত করে পাপ শুদ্ধ হবে নাকি
ফিরে পাবে মনুষ্যত্ব--বলবে, মানুষ এক সারা বিশ্ব জুড়ে।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_19.html
খুব সুন্দর।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন