দুঃসময়ের কবিতা -১৯
বিশ্বজিৎ রায়
অন্ধকারের প্রশ্ন
যারা সেই অন্ধকার দিনগুলির কথা কবিতায় আঁকবে ভেবেছিলাম, তারা কেউ আঁকলো না —
সাদাপাতা থেকে সব অন্ধকার মুখগুলো সরিয়ে রেখে
আমি-তুমির মাখোমাখো, রঙচঙে,যৌন উত্তেজক কবিতাগুলি লিখতে লিখতে,
জয়ের পালক মাথায় গুঁজে
রাজবাড়ীর অলিন্দ দিয়ে চলে গেল তারা
নেশাঘরের দিকে...
আমরা যারা তাদের ঝর্ণাকলমের নিচে হাঁটু মুড়ে বসেছিলাম,
আজও তারা বসে আছি অপেক্ষাঘরে
উড়ে আসা একটুকরো আলোপাতার আশায় —
তাদের কথা, আমাদের কথা, সেইসব ভয়ংকর
অন্ধকার দিনগুলির কথা লেখার কি কেউ নেই তাহলে?
হে, কবিতার ঈশ্বর! আপনি কি খুশী হচ্ছেন এতে?
আপনি কি অনৃত কবিতাগুলিকেই দিয়ে যাবেন শ্রেষ্ঠত্বের পুরস্কার?
অন্ধকার পাতায় কোনদিনই কি আর জ্বলে উঠবেনা আলো?
ক্ষতচিহ্নগুলিতে কোনদিনও কি পৌঁছবে না শুশ্রূষার আরাম?
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_18.html
বেশ ভালো
উত্তরমুছুন