দুঃসময়ের কবিতা -১৮
অমিত কাশ্যপ
দুঃসময়ের অভিধান
পাল পাড়ার পাশে বসে আছে
সহজ এক নদী, হঠাৎ এসে
রাতের অন্ধকারে খড়ের কাঠামোটুকু ধরে
মুখ দেখছে, দুঃসময়ের মুখ
ওই যে ঝড় গেল, রোগ-ব্যধি গেল
মোহন গ্রামটুকু ছুঁয়ে, তুমি দেখলে না
হারানজেঠুর নাতি অন্ধকার ধরে
ভেসে গেল, পালঘরে রোদন উঠল লাজুক রোদে
সহজ এক নদী বসে আছে উঠোনে
স্রোতের পাশে ক'খানা পালঘর ভাঙা
খুঁটির মাথায় গামছা শাড়ির আঁচল
রোদে দুলছে, রোদে ধুঁকছে, দুঃসময়ের অভিধান।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurishapatrikagmail.html
ভালোই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে
উত্তরমুছুন