লেবেল

মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -১৮।। অমিত কাশ‍্যপ।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 







দুঃসময়ের কবিতা -১৮

অমিত কাশ‍্যপ


দুঃসময়ের অভিধান



পাল পাড়ার পাশে বসে আছে 
সহজ এক নদী, হঠাৎ এসে 
রাতের অন্ধকারে খড়ের কাঠামোটুকু ধরে 
মুখ দেখছে, দুঃসময়ের মুখ 

ওই যে ঝড় গেল, রোগ-ব‍্যধি গেল 
মোহন গ্রামটুকু ছুঁয়ে, তুমি দেখলে না 
হারানজেঠুর নাতি অন্ধকার ধরে 
ভেসে গেল, পালঘরে রোদন উঠল লাজুক রোদে 

সহজ এক নদী বসে আছে উঠোনে
স্রোতের পাশে ক'খানা পালঘর ভাঙা 
খুঁটির মাথায় গামছা শাড়ির আঁচল 
রোদে দুলছে, রোদে ধুঁকছে, দুঃসময়ের অভিধান।









আরও  পড়ুন👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurishapatrikagmail.html



1 টি মন্তব্য: