দুঃসময়ের কবিতা -২২
রাসমণি ব্যানার্জী
১.
আমরা করবো জয়
সমুদ্র নদী উত্তাল আছড়ে পড়ে ঢেউ
এমন সর্বনাশী জানতো না যে কেউ।
আসলো তুফান ভোরে ভাঙলো বাড়ি ঘর
এক নিমেষে ছিন্নভিন্ন দৌড়ে এলো ঝড়।
ভাসলো গরু ছাগল ঢুকলো ঘরে জল
এক মুহূর্তে সব শেষ এ নিয়তির ফল।
মনের শক্তি রইল বেঁচে আজ
নতুন করে শুরু, শুরু হলো কাজ।
শক্তিশালী হাতে মানুষ করবে জয়
মানুষ হাসে কাঁদে দূরে ঠেলে ভয়।।
২.
কল্পনা
হৃদয় পাষাণ করে! কেন আছো সরে
আমার কনকচাঁপা! আমাকে কাঁদিয়ে।
বিরহের মালা আজ!অশান্ত সাগর
ঢেউ তুলে বুকে মারে!ছিন্নভিন্ন মন।
এ কেমন ভালোবাসা! পাষাণ হৃদয়ে
আমাকে একলা ছেড়ে ! একা এ বিরহে।
কি ভেবে দিলে গো প্রাণে! এতো তুমি ব্যথা
তুমি ছিলে প্রিয়তমা! আমার কল্পনা।
তোমাকে ছেড়ে আমি! থাকতে পারিনা
তুমি প্রেম ভালোবাসা! আমার মল্লিকা।
বুকে ওঠে ঝড় আজ! তোমার বিরহে
তুমি চাঁপা তুমি জুঁই! ছিলে যে জীবনে।
উতলা প্রেমের ঢেউ! যদি ওঠে প্রাণে
ফিরে এসো প্রিয়তমা!দেবো শত সুখ।।
৩.
ডিপ্রেশন থেকে বাঁচার উপায়
মনকে সুস্থ রাখতে হবে। আমরা সবাই একদিন চলে যাবো। কেউ পৃথিবীতে চিরকাল থাকবে আসিনি। জানি অকালে চলে যাওয়ার ব্যথা কেউ নিতে পারবে না।কিন্তু কিছু করার আছে কি নিয়তির কাছে আমরা শিশু।
অতীত ঘেটে দেখলে প্লেগ বসন্ত কালাজ্বর আরো অনেক কিছু মরামারি আকার নিয়ে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে গেছে।
তখন প্রচারের কোনো মাধ্যম ছিল না।
তখন শত শত মানুষ অজানা অসুখে প্রাণ হারিয়েছেন।
তাই আমি একটা কথাই বলবো। মন কে শান্ত রাখতে হবে। এটা মনে গেঁথে নিতে হবে যে আমরা সবাই একদিন চলে যাবো। দিনে কত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।
সবই আমরা জানি।
মন কে শক্তিশালী করুন। মন চাঙ্গা তো কাঠ গঙ্গা।
বাড়ির বয়স্ক মানুষের বন্ধু হয়ে যান। ছেলে মেয়েদের অতীতের গল্প বলুন। দাদু ঠাকুমার খেয়াল রাখুন। বাড়ির বয়স্ক দের মনে সাহস জোগান। গান শুনুন লিখুন আঁকুন। যা হবে দেখা যাবে। এই ভেবে মন শক্ত করুন।
বেশি করে জল খান। হোমিওপ্যাথি ঔষধ নিয়মিত পাল্টে পাল্টে খান। কেলি কার্ব, ব্রায়োনিয়া।
সাথে মন শান্ত রাখতে গল্পের বই পড়ুন।লক ডাউনে বাড়িতে বসে কষ্ট লাগলে কাজ করুন।
বাগান দেখাশোনা করুন।
বাড়ির কাজ মিলেমিশে করুন।
অযথা নিজে ভয় পাবেন না অন্য কে ভয় দেবেন না।
ভালো থাকুন সুস্থ থাকুন।
মরতে হবেই বলে মরণ কে পাবোনা ভয়
মরণ কে দূরে সরাতে রোজ মন কে করবো জয়।
মরণ তুমি দূরে যাও তুমি কিছু নয় কিছু নয়।
আমরা মানুষ আমরা স্বীকার করবো না পরাজয়।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_60.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন