লেবেল

সোমবার, ৭ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -১৭ ।। অমিত চক্রবর্তী।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 









দুঃসময়ের কবিতা -১৭


অমিত চক্রবর্তী






চায়নি


 

সমুদ্র আমার নয়, নদীগুলি কৃপণ, তোকে দিলাম মা

মত্ত বেহুলার ভেলা

লালপেড়ে শাড়িতে হয়তো ঘোলা গঙ্গাসম্ভার

মানাবে আবার

মানাবে আবার শরীরে বা লাশে অগ্নিক্রিয়া, বাড়বানল।

খিস্তিখেউড়, মুখে ফেনা, আবেদন, নিবেদন,

পা জড়ানো

কেউ আসেনি মা রক্ত, অক্সিজেন হাতে

কোনো কৌতূহলী শিশু নেই, ক্ষয়ে যাওয়া আকালের ভিড়ে

ডাক্তার, বদ্যি, পুরোহিত, কাপালিক,

শ্মশানের ডোম

কেউ না, কেউ না

কেউ চায়নি, ফিরে দেখেনি –

 

এ শহর চায়নি মা তোকে শরীরে বা লাশে। 






আরও  পড়ুন 👇👇








https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_6.html







লেখা পাঠান 


✍️✍শুরু হলো অঙ্কুরীশা-র দুঃসময়ের কবিতা বিভাগ ও গল্প বিভাগ 

 🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই  পাঠান। 👇👇👇

ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

নমস্কার। 
ভালো থাকুন। 
সুস্থ থাকুন। 

 সম্পাদক 
অঙ্কুরীশা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন