লেবেল

শনিবার, ২৬ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৫১।। সুমন রঞ্জন সেন।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৫১


সুমন রঞ্জন সেন 




আমূল পরিবর্তন 

      

      

আমায় যত্ন করো সবাই

চারা লাগিয়ে যে

প্রয়োজনে কেটে ফেলা 

ঠিক বটে

তবু যেন একটা লাগাও

থাকতে চাই বিশ্ব ভুবনে

সবার খাবার আমা থেকে 

সহাসে,ঘুরিয়ে

কোমল ছায়া, মৃদু বাতাস

আমি দ্বারা

গাছের ফলও অপক্ক দেখলে 

হয় গাছে বসে,নয় কেড়ে

খেতেই বাসনা

পাতার ফাঁকেই দু-একটা থাকলে 

আমি কি খেতে পারি

পেকে গেলে করবে ভক্ষণ

আমি ছাড়া অক্সিজেন 

অভাব জানিস 

তবু কেন!

একটা একটা করে চারা করবে রোপণ

বিশ্ব পরিবেশ দিবস কেবল যে নয় 

নিত্য চেষ্টা করে যাবে

দেখবে ভুবনে আমূল পরিবর্তন ।









আরও  পড়ুন 👇🏾👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_92.html




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন