লেবেল

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

চিন্ময় দাশের তিনটি কবিতা

 



তিনটি কবিতা  

 চিন্ময় দাশ 


১.

ভাগ 


একটা সরল রেখার মতো 
আমাদের ভাগ করলাম, 
না , কোনও চিহ্ন দিলাম না ।
শতকিয়া,শুভঙ্করীর আশ্রয় 
নিতে চাইল না মন !
আর্যভট্ট, বরাহমিহির এই ভাগ 
মেলাতে পারতেন না কখনো !
দু'দিকে পড়ে রইলো রক্ত-মাংস ,
অস্থি-মজ্জা, গার্হস্থ্যের কূটকচালি, 
ধূসর ক্যালেন্ডার!

আমরা আকাশ প্রদীপের 
সিঁড়ি বেয়ে ড্যাং ড্যাং করে 
পৌঁছে গেলাম এক আনন্দলোকে!
এখানে এসে ভাগের অঙ্ক 
কিছুতেই মেলাতে পারলাম না ! 
           
              
  ২.          
পথের পাঁচালি 

নিশ্চিন্দিপুরের অপু কাল যখন 
আম আঁটির ভেঁপু নিয়ে
বিবাদী বাগে বাজাচ্ছিল একমনে 
তখন দুর্গা কাশবন ঠেলে 
রেলগাড়ি দেখতে শিয়ালদা 
স্টেশনে পৌঁছে অবাক হয়ে গেল !
সর্বজয়ার ভাঁড়ারে টান পড়তেই 
মলে গাড়ি নিয়ে ছুটলো --
ইন্দির ঠাকুরন তার ভিক্ষার 
ঝুলি ফেলে ফ্যানটা বাড়িয়ে 
দিলো ফুল স্পীডে--
আর স্বগতোক্তি করলো 
আজ গরমটা বড্ড বেশি !

দমকা হাওয়ার মতো স্বপ্নটা 
ভেঙে গেল হরিহরের 
খান খান হয়ে !
বৃষ্টিতে ভিজছে আড়শেওড়া, 
বনকলমি--
পুকুরের জলে বুড়বুড়ি কাটছে মাকড়শা আর 
ঘাই মেরেছে কালবোস!
হরিহরের চোখে তখন ভাসতে থাকে পথের পাঁচালির একটুকরো চিত্রকল্প!

৩.
কবিজন্ম 


কবিকেও একদিন সমাধিতে যেতে হয় শব্দের  সুড়ঙ্গ বেয়ে --
সেখানে কবি আকাশ দেখে ,
জলছবি!
বিষাদে, দ্রোহে কবির মনে হয় 
এ জীবনে তো হলো না কিছুই,
জন্মান্তরে যদি কবি হওয়া যায় --
খড় আর কাগজ মিলিয়ে 
কবিতার জন্ম ইতিহাস 
লিখে ফেলবে সে!
কেন না , কবিও তো 
রক্ত-মাংসের মানুষ, 
তাই সাদা কাগজও 
কখনো কখনো কবিতা হয়ে উঠতে পারে!

-----------------------------------------------------------------

আপনার  মৌলিক ও অপ্রকাশিত   সেরা লেখাটি পাঠিয়ে দিন আজই   

ankurishapatrika@gmail. com 

-----------------------------------------------------------------    
     





1 টি মন্তব্য: