কবিতাগুচ্ছ
বিজয়া বিশ্বাস
১.
যেখানে যেমন ছিলাম তেমনই আছি,
বুকের মধ্যের কুয়াশায় ভিজে -
আগাছাগুলোর
নতুন করে আর জন্ম হল কই?
সে তো কালও ছিল,
আজও ভিজছে -
২.
শূন্য ললাট,রিক্ত চুম্বন
নাভিজুড়ে ঢেউ-এর নিদারুণ ক্ষোভ !
সবটাই পরিণত
আবেগ,অশ্রু,অনুভূতি...
তাই হিংস্র বলে কিছুই আর নেই।
৩.
এই যে এতো এতো বিদ্রোহ,
শুধু গায়ে মাথায় লিখে নাও
তারপর শ্লোগান,জমায়েত চোখ
শিরাতে খনির আগুন!
মোমবাতির মিছিল!
তারপরও নতুন পাতারা ঝরেই যায়
৪.
সব রাস্তার ধুলো
বুকে এসে জমেছে,
ফুসফুসে সভ্যরা ঘুমায় -
অসভ্যের নাকি রক্ত মলিন!
আসলে অসভ্যরাই বিপ্লব বানায়।
৫.
কৃষ্ণচূড়ার ফুলে
যখন রাতের জোনাকি,
যখন পলাশের ঘুমে -
তোমার পরিশ্রান্ত চোখ,
তখন অর্ধরাত্রির চুম্বন
মন খেয়ে নেই নীরবে -
তোমাকে তো বিশ্রাম দিয়েছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন