লেবেল

বুধবার, ৮ জুলাই, ২০২০

ছড়াগুচ্ছ।। দীপ মুখোপাধ্যায়





 স্বপ্ন বিকেল

ক্লান্ত বিকেল নরম হয়ে আসতে
এক ফালি মেঘ হঠাৎ উঁকি মারত
নীল আকাশে পাখির মতো ভাসতে
দিব্যি আমায় শিখিয়ে দিতে পারত। 

সুজ্জি তখন নরম আলো ঢালছে
একটু আগে ভিজিয়ে গেছে বৃষ্টি
দিগন্তরে রঙ লেগেছে লালচে 
বাতাস এখন কি ফুরফুরে মিষ্টি, 

রঙিন পাখায় ফুলের রেণু মাখতে
টুনটুনিটা এ-ফুল সে- ফুল উড়ছে
ঘাস পাতাদের ছায়ায় ঢেকে রাখতে
আলোর সাথে আঁধার যেন জুড়ছে। 

চিকনশোভায় একটু একাকিত্বে  
ইচ্ছেগুলো যখন খুশি মাখত
হাওয়ায় সাথে লড়াই করে জিততে
খড়কুটোরা ঘাপটি মেরে থাকত। 

ঝুপসি বটে লুকিয়ে বোকা হদ্দ
স্বপ্ন বিকেল কান্না ভেজা গন্ধে
পাপড়ি গুটোয় শেষ বিকেলের পদ্ম
সবাই দেখি মন কেমনের ছন্দে। 

পুকুর জলে আলতো রোদের চিহ্ন
মন ভেজাতে জল উঠছে ছলকে
বুঝতে পারি আমিও নেই ভিন্ন
রাংতামুড়ে রেখেছি সক্কলকে । 



অলংকরণ- বিমল মণ্ডল  



  ঘন আবছায়া

মেঘ করলেই
ওরা বৃষ্টির খোঁজে ছুটত
বাজ পড়লেই
পাখি ছটফট করে উঠত। 

ধু ধু মাঠটায়
ভেজে আনচান করা ইচ্ছে
হাসি ঠাট্টায়
যেন গড়াগড়ি খেয়ে নিচ্ছে। 

ছবি পাল্টায় 
শুধু কত কিছু থাকে না ছোঁয়া
মজা খালটায়
তোড়ে জল এলো বলে বাঁচোয়া। 

হাওয়া দুদ্দাড়
ভাঙা রোদ্দুর দিয়ে শুকোনো
করি উদ্ধার
কোণে মনটা রয়েছে  লুকোনো। 

যদি ভাব চায়
আমি রেখেছি পা দুটো বাড়িয়ে
ঘন আবছায়
ভেজা শৈশব গেছে হারিয়ে।   

অলংকরণ- বিমল মণ্ডল  


 


   একটা দুটো

তারায় -ভরা ঝলমলে রাত
আলতো আলো সত্যি হঠাৎ
নকশা কাটে দূর আকাশে
মেঘ জড়ানো চাঁদের পাশে। 

ফুলবাগানে জ্যোছনা ঝরে
ঘাস আগাছায় উপচে পড়ে
পথের ধারে লুকিয়ে রাখি
শিউলি, বকুল, জুঁই - জোনাকি। 

এই দু' চোখে গোলক ধাঁধা
মন উদাসীন নেই তাগাদা
গাছ পালারা ছায়ার ফাঁদে
ঘুমিয়ে পাখি সেই সুবাদে। 

শুকনো  পাতা  হাওয়ায় ওড়ে
স্পর্শ কাতর ধল প্রহরে
ঝাপসা মতো কূল কিনারা
চাদর ঢাকা নিঝুম পাড়া। 

একটানা সুর ঝিঁঝিঁর ডাকে
হাতছানি দেয় যেই আমাকে
থাকছি তখন শিশির মেখে
একটা দুটো স্বপ্ন দেখে। 

অলংকরণ- বিমলা মণ্ডল   




   মেঘের ঠিকানা

সে ফুলের চারদিকে ফুল 
বর্ণিল কত কারুকাজ
সুর তোলে ফিঙে বুলবুল
সুয্যিটা  আহ্লাদি আজ। 

রোদ্দুর লতায় পাতায় 
ঝিলমিল করে খালবিল
ক্ষণে ক্ষণে মনের খাতায়
ছবি আঁকে রংপেনসিল। 

বাঁশবনে হাওয়া ফুরফুর
আড়ভাঙে সারা তল্লাট
হেঁটে চলি দূর,বহুদূর
আলপথে সোনামুখী মাঠ। 

আকাশে আকাশে গেছে মিলে
বিস্ময়ে দু-চোখ তাকায়
মেঘ ওড়ে নীল থেকে নীলে
মিটিমিটি ডাকে ইশারায়। 

আলো মাখা ফুটফুটে দেশে
বাতাসে মেলেছি তাই ডানা 
কাটা ঘুড়ি হয়ে ভেসে ভেসে
খুঁজে নেব মেঘের ঠিকানা। 




অলংকরণ- বিমল মণ্ডল  




স্বপ্ন ভেলায়

মেঘভাঙা রোদ। তালসারি পথ। 
শাপলা ভরা পুকুর ঘেঁষে
নীল আকাশে দুধসাদা বক
যায় হারিয়ে নিরুদ্দেশে
আলসেমি দিন। ফুরফুরে মন।
ছায়ায় ঘেরা গাছগাছালি
ঘাস পাতাতে আল্পনা দেয়
আলতো আলো দু-এক ফালি 
কাঁসার গেলাস। একথালা ভাত।
উঁচিয়ে যেন পাহাড় চুড়ো
ডালের জোয়ার উপচে গেলে
আটকাবে রুই মাছের মুড়ো। 
থমথমে মুখ। দুঃখিনী মার।
হাওয়ায় গায়ের গন্ধ ভাসে
কষ্টগুলো খুঁজতে যেতাম
দিগন্তহীন মেঘ- বাতাসে। 
লাউমাচা চাল।সেই কুঁড়েঘর।
মন কেমনের সাক্ষী থাকে
স্বপ্ন ভেলায় ভাসছি তখন
বার্তা পাঠায় যেই আমাকে। 
শব্দ ফোঁফায়। হালকা ব্যথায়।
পিছন ফিরে দেখতে যদি
চোখের জলে খরস্রোতা
ভাসত ছেলে বেলার নদী।




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান। 
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        

৩টি মন্তব্য:

  1. বিমল অসাধারণ ছবি এঁকেছেন।ব্লগটার জন্য শুভ কামনা।

    উত্তরমুছুন
  2. দীপ মুখোপাধ্যায় সুন্দর লিখেছেন l কবিকে ধন্যবাদ l সেসঙ্গে বিমল বাবুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা l তিনি অত্যন্ত যত্ন সহকারে বিন্যাস ও অলংকরণ করেছেন l এই গুচ্ছ কবিতা কী আমন্ত্রিত? আমরা পাঠাতে পারি কী? কোন বিষয় নির্দিষ্ট আছে কী? প্লিজ জানাবেন l

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না।কোন বিষয় নেই। আপনিও মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান।

      মুছুন