নড়ে গেলে ভিত
নির্ভরতা কাকে চাও রাত্রি বালিশে?
সংসার পচে গেলে দু'চোখের তারায়
অবসাদে ডুব দাও আনন্দের দেশে
নৈঃশব্দের কুহু গান ঘুম পাড়ানি গায়?
অসংগত কর্ম বিলাসে তৃপ্তির স্বাদ
ওউজ নদীতে ভেসে ভার্জিনিয়া উল্ফ
দৃষ্টি পদ্মে রেখে দিন অন্য এক রাত
মণি মুক্তা পাড়ে ফেলে দিয়েছিলে ডুব।
এত যে শৃঙ্খলিত, দিন রাত্রি ভোর
স্বপ্ন দিয়ে গড়ে ওঠা স্থাপত্য গথিক
নড়ে গেলে ভিত তার ভেঙে যায় ঘোর
কোন পথ প্রিয়, জানে, একাকী পথিক।
সে কথার অর্থ বোঝা হয়তো কঠিন
কার চোখে অন্ধকার দিনের প্রভাত
জয়মাল্যে কাকে ডাকে নীরব শিলিং
অগ্নি কুন্ডে মাথা রাখে সিলভিয়া প্লাথ।
রহস্যময়ী
কোন্ রঙ দিয়ে আঁকি বৃক্ষের ছায়া
কোন্ রঙে সিক্ত হয় পৃথিবীর মাটি
কোন্ রঙে বেয়ে চলে স্নেহের প্রবাহ
যার তলে নিদ্রা সুখ মুগ্ধ পরিপাটি।
শব্দ গেঁথে মর্ম খুঁজি অন্তঃস্থ মহিমা
কবিতারা ব্যর্থ হলে সুরে অভিযান
সপ্তকের সিঁড়ি বেয়ে সুর উপসুরে
খুঁজে দেখি ব্যথা নদী মান অভিমান।!
মেলে না টীকা ভাষ্যে তুমি যতখানি
কেন যে আয়না কাচে জমেছে বাদল?
রৈখিক সমাধানে মেলে না উত্তর
সয়েছে বেদনা যত দার্ঢ্য প্রবল।
মন্দিরের গন্ধ নিয়ে মুদ্রা আঙুল
অন্ন বেড়ে অন্নপূর্ণা উপোসি যিনি
এখনো জ্বরের পাশে উপশমি হাত।
রক্ত রসে মজ্জাগত মা-গো জননী।।
অনঙ্গ
এসো,তবে বসি। চেয়ে দেখো আকাশ উদার।
যতদূর দেখা যায় তারও অধিক না দেখা সুদূর।
নীল রঙ ছেয়ে আছে।ছেঁড়াছেঁড়া মেঘেরা দেদার
ছায়াহীন প্রচ্ছায়া কারো বুকে ফেলে না দুপুর।
সবকিছু আয়োজন,প্রতিপাদ্য,ভূমিকা,আলাপ
সান্ধ্য ঝিঁঝিঁট কিংবা ঝরে পড়া আলোর সারণী
তোমার কলম থেকে উঠে এলে নিহত সংলাপ
কবিতা কি তোমার? সত্যাসত্য বিলক্ষণ জানি।
তুমি আমি কেউ না।ছায়া বৃত্ত এঁকে যাই জলে
পাশাপাশি এই যা, ছুঁয়ে থাকা ক্ষণ টুকু ঘিরে।
অলীক কুম্ভ থেকে মৃগনাভি গন্ধ ছোঁয়ালে
সৃষ্টিসুখ বিস্ফোরণ গর্ভগৃহ অনঙ্গ তিমিরে।
মহরৎ
অভিমানী প্রচ্ছদে বিষন্ন কাজল
অনুভবী ফু দিলে খুলে যায় পাতা
চেয়ে দেখ, কি গভীর সাগরের জল!
বুকে তার প্রবালের ঝিনুক মহল।
অনুনাদী শব্দেরা জোরালো ভীষণ
ওঠা নামা গিটকিরি সুরের প্রকৃতি
কত বাঁকা আঁকা পথে সৃষ্টি তোরণ
কবিতাও ভাষা চায় আত্মপীড়ন।
উপত্যকা নদী পথ আঁকাবাঁকা গতি
বাধা পেলে খরস্রোত ফেনিল তটিনী
পথময় কতকিছু বিরাম বিরতি
মোহনায় ঢালে সব স্মৃতি বিস্মৃতি।
কবিতার প্রতিরূপে পৃথিবীর ধ্বনি
মুদ্রিত লিপি থেকে প্রকৃতির স্বর
যতটা না দেখি তার বেশ কিছু চিনি
প্রসবের ব্যথা খানি তুমিতো বলনি।
সম্মিলন
কিছু কিছু কথা নিঃসঙ্গ একাকী
মুখোমুখি দেখা হলে ভিন্ন পথ ধরে।
এ গলি সে গলি, যেমন সাবেকি!
বেমালুম চেপে যায় ছলনার স্বরে।
কিছু কিছু ব্যথা একান্ত আপন
স্থির জলে ভাসমান দিগন্তের ছায়া
আঁচলের খুঁট ধরে থাকে সর্বক্ষণ
ঢেউ এলে সন্দিহান অস্তিত্বের মায়া।
কিছু কিছু হাসি, বেশ বেপরোয়া
মধু ভাণ্ড উজাড় করা উপুড় কলসী
কি কথার মর্মার্থে লাজুক হাওয়া
উষ্ণ ঠোঁটে রেখাচিত্র কৃষ্ণ সরসী।
ভিন্ন ভিন্ন রঙ তবু, কী ভীষণ একাকী!
সম্মিলনে ঝিলমিল রাতের জোনাকি।
'শব্দ গেঁথে মর্ম খুঁজি অন্তঃস্থ মহিমা'
উত্তরমুছুনPoetry is frank and natural. The roots of the mind look forward to miraculous acceptance.