গুপির ভাবনা
রদ্দিমার্কা একটা লোক
সঙ্গে খাঁচায় টিয়ে
কী বেমালুম বলছেরে ভাই
ভবিষ্যৎটা নিয়ে !
আটকে আছে মেয়ের বিয়ে
চাকরী পায়নি ছেলে !
সবেতেই মুশকিল আসান
পারিতোষিকটা পেলে l
উপরি আয় তাবিজ মাদুলি
আছে যে ফুস-মন্তর
বলবো কাকে গন্যিমান্যি
ভীষণ কালো অন্তর l
কথায় কথায় ফকির বাবা
করেন খুব আপসোস
শুনলে সবাই তার কথাটি
কেটেই যেত সব দোষ l
চাকরী এবং সুখ-শান্তি
চায় যে তাঁরই ছোঁয়া !
বিশ্বাস ও থাকলে ভক্তি
সবই হাতের মোয়া !
ভাবছে শুধু গুপিচন্দ
এটা কেমন দীক্ষা !
এত ক্ষমতা সেই বাবার
কেন রে মাগে ভিক্ষা ?
ছড়ায় ছড়ায় গড়ায় বেলা
একটা ছড়াপাখি-
মনের সবুজ বনের ভিতর
করছে ডাকাডাকি।
তার সে সুরে সুরে,
সমস্তদিন তাধিন তাধিন
বেড়াই ঘুরে ঘুরে।
একটা ছড়ানদী-
বুকের খাতে সুখের সাথে
বইছে নিরবধি।
নাও বেয়ে তার জলে,
যাই ভেসে যাই স্বপ্নদেশে
প্রাণের কোলাহলে।
একটা ছড়াতারা-
চোখের অসীম অরূপলোকে
ছড়ায় আলোকধারা।
তার সে আলোয় নেয়ে,
চুপকথারা রূপকথা হয়
কল্পডানা পেয়ে।
একটা ছড়াফুলও-
প্রাণের ডালে ঘ্রাণের তালে
নাচায় রঙের দুল ও।
তার সে হাসি মেখে,
দ্বন্দ্ববিহীন 'নন্দরেখায়
ছন্দকে যাই এঁকে।
একটা ছড়াশিশু-
বেড়ায় ঘুরে হৃদয়পুরে
আমার পিছুপিছু।
তার সাথে রোজ খেলে,
ছড়ায় ছড়ায় গড়ায় বেলা
খুশির ডানা মেলে।
লকডাউন
লকডাউন! লকডাউন!
এবার একটু হাসুন -
আনলকের উচ্ছ্বাস চলছে,
একটু এগিয়ে চলুন!
আক্রান্ত, মৃত্যু বেড়েই চলেছে -
এগিয়ে চলুক দেশ,
কর্মহীনতার হাহাকার -
বাড়ছে হিংসা, দ্বেষ!
হতাশার কালো মেঘ,
থমকে গেছে গতি-
মানুষ বড় অসহায়,
চারিদিকে শুধুই ক্ষতি!
চলার পথে আসুক বাধা,
এগিয়ে যাবই আমরা-
সব ভেদাভেদ ভুলে,
শুরু হোক জীবন গড়া!
দৃপ্ত কণ্ঠে বলি আসুন-
'মানুষ মানুষেরই জন্য ',
'আয় তবে সহচরী '-
জীবন করি ধন্য!
খুব সুন্দর হয়েছে। সম্পাদকমহাশয়কে ধন্যবাদ।
উত্তরমুছুন