পাম্প হাউজ
ফিতে কৃমি যেন আত্রেয়ী। নদীর ক্ষীণ জলধারার মতোন আওয়াজ, বাবা এসেছে !
আয়রে সোনা।
লোকের রেরে চীৎকার। কেন এসেছো ?
বাড়ি। সবকিছু করে ফিরেছি।
মানবো না। কোয়ারেনটাইনে থাকতে হবে।
বাড়িতেই না হয় ...
না। গ্রামের বাইরে পরিত্যক্ত পাম্প হাউজ।
ওতো বন জঙ্গলে ঘেরা।
কথা বাড়িয়ো না আর।
মঞ্জু !
হ্যাঁ।
ঘুম ভাঙা খোকার চীৎকার সাপ ...সাপ...
অলংকরণ- বিমল মণ্ডল
চুপ কথা
ঝনঝন আওয়াজে, কি হলো বলতে বলতে
ছুটে আসে দেবমাল্য পাশের ঘর থেকে। দেখে, শ্রীলেখা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেসিনটেবিলের কাচটা ভেঙে চূরচূর।
কিভাবে ভাঙলো ? কোথাও কেটে যায় নি তো শ্রী, দেখি।
ন্যাকামো করতে হবে না, যাওতো। ডেসিনটেবিলের কাচটা নাহয় ভেঙেছে ? ইচ্ছে
করেই ভেঙে ফেলেছি। ও কিনা দেখায়, আমার চুলে পাক ধরেছে !
অলংকরণ- বিমল মণ্ডল
-
আমরা মানুষ
এই শোন, পেটের শততুরটা কি যেন বলছে !
ধ্যাৎ কি বলবে আবার ? শোন না !
হ্যাঁ, বলছে, এই যা কুঁড়িয়ে বাড়িয়ে খাও, প্রাণশক্তি হচ্ছে না ওর।
কি করি বলতো ?
একটু এগিয়ে দেখো, আনারসের ক্ষেত পাবে। সদ্য কাটা হয়েছে। জড়ো করে রাখা।
যাই।
দম।
আ: জ্বলে গেলো...জ্বলে গেলো...
আমরা মানুষ বুঝলি ?
অলংকরণ- বিমল মণ্ডল
-
কামার শালা
হাপরে টান দেয় রহিম চাচা। ধারালো বটি বানানোর বরাতে প্রস্তুতি। মজবুত করে বানানো হাতুড়ির ঘা'য়। দুটো গ্রামের পরের গাঁ'য়ের রফিক নিয়ে যায় যোগ্য দামে। জামাই
হৃদয়েতুললার চাচতুতো ভাই। হঠাৎই পাওয়া ফোনে ছুটে যেতে হয় মেয়ে মমতাজের শ্বশুরবাড়ি। রহিম গিয়ে দেখে, ভেসে যাওয়া রক্তে শোয়া মেয়ে, সদ্যজাত নূরজাহান,পাশে পড়ে বটি।
-
অলংকরণ- বিমল মণ্ডল
ফেরার অপেক্ষায়
লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সিট বেল্টটা বেঁধে নিন। ওয়েলকাম টু নিউজার্সি
নেওয়ারক এয়ারপোর্ট। এয়ার ইন্ডিয়া ৭৩৭
বোয়িং এক্ষুণি মাটি ছোঁবে।
এতেই ভারতীয়দের' ফেরা।
মিস অগ্নিজিতা, মিষ্টার সৌম্যজিত পাল একমাত্র সন্তান সূর্য ফেরার অপেক্ষায়।
ওদের আলাপ এখানেই। বিয়ে। বাচ্চা দেড় বছরের। জন্ম এখানেই।
মাইকে ঘোষণা শুধুমাত্র ভারতীয়রাই' বিমানে উঠবেন। তবে সূর্য ?
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail.com
-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন