লেবেল

বুধবার, ৩ জুলাই, ২০১৯

কবি পরিচিতি

কবি পরিচিতি
-------------------------------------------------------------
নাম-বিমল মণ্ডল

পিতা-ঁ শরৎ চন্দ্র মণ্ডল
মাতা-ঁ রেণুকা বালা মণ্ডল
জন্ম তারিখ-১০/০২/১৯৭৭
ঠিকানা-গ্রাম-চৌদ্দচুলী
             পোষ্ট্-চৌদ্দচুলী
            থানা-খেজুরি
           জেলা-পূর্ব মেদিনীপুর
            পিন-৭২১৪৩২
শিক্ষাগত যোগ্যতা-
----------------------------
১)মাধ্যমিক-১৯৯২-হলুদবাড়ি হাই স্কুল-খেজুরি
২)উচ্চ মাধ্যমিক-১৯৯৪-কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ-খেজুরি
৩)বি.এ(বাংলা অনার্স)-১৯৯৭-মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের
৪)এম.এ-১৯৯৯-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
৫)বি.এড-২০০০-কাঁথি প্রভাতকুমার কলেজ(বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের)
কর্ম জীবন-
-----------------
১)শিক্ষক-হলুদবাড়ি হাই স্কুল(ডেপুটেশন )-২০০৩
২)আংশিক সময়ের অধ্যাপক-খেজুরি কলেজ(২০০০-২০০৫)
৩)শিক্ষক-আশদতলা বিনোদ বিদ্যাপীঠ(উ:মা:)-নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর(মার্চ ২০০৬-

প্রকাশিত গ্রন্থ
---------------------
১)অর্পণ(২০০০)কাব্যগ্রন্থ
২)ফিরে পাওয়া কবিতা(২০১১)কাব্যগ্রন্থ
৩)শিরোনাম নেই(২০১২)কাব্যগ্রন্থ
৪)কাজী নজরুল ইসলাম:কবি ও কাব্য(২০১৩)প্রবন্ধ গ্রন্থ
৫)আকাশ তুমি জানো(২০১৪)কাব্যগ্রন্থ
৬)শব্দ প্রতিমার আকাশ (২০১৪)কাব্য সংকলন
৭)কবিতার হৃদয় হৃদয়ের কবিতা-(২০১৫)কাব্য সংকলন
৮)স্কুল সার্ভিস কমিশন এর বাংলা অনার্সের বই-২০০৯
আন্তর্জাতিক কবিতা সংকলন

প্রকাশিত পত্র-পত্রিকা
---------------------------------
জ্বলদর্চি পত্রিকা-১৯৯৫থেকে
গৃহশোভা,অথ ধরিত্রী(কলকাতা),কবি সম্মেলন(কলকাতা),তথ্যকেন্দ্র , শব্দ সাঁকো, অক্ষর সংলাপ, কবি সম্বেলন,,আগডুম বাগডুম,
সৃজন(ঘাটাল),লিপিকা,স্রোত,পলাতকা,আপন জন,ভোরাই,গনশক্তি, মুকুর, এই সময়, রবিবার প্রভৃতি পত্রিকায় প্রকাশিত কবিতা ও প্রবন্ধ, গল্প।

সম্মান ও পুরস্কার
---------------------------
১)জীবনানন্দ পুরস্কার (২০১৪)-কাজী নজরুল ইসলাম এর প্রবন্ধ এর জন্য
২)সৃজনী সাহিত্য পুরস্কার (২০১৬)আকাশ তুমি জানো কাব্যগ্রন্থ এর জন্য
৩)উন্মেষ সাহিত্য পুরস্কার (২০১৬)শিরোনামে নেই কাব্যগ্রন্থ এর জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন