১.
শিশুবীজ
বিমল মণ্ডল
সারারাত জেগে বিছানায় শুয়ে
বুকের ভেতর কথা জমে
তীব্র বৃষ্টি আর অনন্ত চাঁদের আলোয়
ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমার মন
অতল জলে ভেসে যায় বেদনার শব্দ
কান পেতে শুনি ক্ষনিকের ভালোবাসার গান
তোমাকে স্পর্শ করার লোভে
জেগে থাকি সারারাত বিছানায়
আহ্বালাদে তুমি শিশুর বীজ বুনছো
ভাবাবেগে অন্ধ হয়ে
বিশুদ্ধ স্নেহের আশায় থাকি।
২৬/০৬/২০১৯
সকাল-৭ঃ০৮
২.
আমি তোমায় পেয়ে
বিমল মণ্ডল
আমি ঈশ্বর দেখিনি
আমি দেখেছি আমার মা কে
আমি ঈশ্বরের ভালোবাসা পাইনি
শুধু পেয়েছি ঈশ্বরের দেওয়া মানসিক যন্ত্রণা
আমি দেখেছি আমার চারপাশে ছদ্মবেশী মানুষদের
দেখেছি তাদের চলা - কথাবলা
তাদের নানান ভাবভঙ্গি
দেখিনি ঈশ্বরের দেওয়া ভাত
যেখানে মা তার অভাবী থালায় একমুঠো ভাত সারা পৃথিবীতে ছড়ায়
যেখানে অর্ধেক পেট ভরে না
দেখেছি মায়ের ছেঁড়া লজ্জাবস্ত্রটুকু
যা দারিদ্র্য মানচিত্র আঁকে
আজ আমার মা নেই কাছে আমার
ঈশ্বরও আমার থেকে দূরে
সহসা বুকের মধ্যে নতুন আশ্রয় জাগে
খুঁজে পাই নতুন পরিচয়
শুধু তোমায় পেয়ে।
২৬/০৬/২০১৯
৩.
ঈশ্বর যা চায়
বিমল মণ্ডল
কত সময় কেটে যায়
তবুও অপেক্ষায় হায়
কি করে বলি আমি
আমার কাছে তুমি দামি
বৃথা চিন্তা শুধু মনে
ঈশ্বর তা সব জানে
ইচ্ছে করে তোমার ঘরে
চিরকাল আমায় রাখবে ধরে
আমি তোমার নই প্রিয়জন
তবুও তোমার জন্য আছে মন
দুঃখ যদি পাই তোমার থেকে
আশীর্বাদ ভেবে নেবো তাকে
ঈশ্বর আজ দুজনের মিলনে খুশি
তোমাকে পেয়ে আনন্দ জোয়ারে ভাসি।
২৬/০৬/২০১৯
সন্ধ্যা ৯ঃ১৭
৪.
তোমার প্রতি
বিমল মণ্ডল
তোমার হৃদয় প্রাসাদে নাই বা দিলে ঠাঁই
ঈশ্বর প্রেরিত আমি জেনে রেখো তাই
ভালোবাসি ঈশ্বর মুখে বলো না আর
মুখের কথাতে প্রত্যাশা থাকে বিশ্বাস আমার
স্বপ্নপূরণ ইচ্ছেটাই যদি আমার আর না থাকে
কেন বা সমাজ কেন ভালোবাসা বলতে পারো আমাকে?
ঘাত-প্রতিঘাত , দুঃখ বেদনা ভালোবাসারই অঙ্গ
নিজের কথা ভেবে আমার স্বপ্ন করলে ভঙ্গ
মূল্যবোধ আর মানবিকতা বুলি আওড়াও মুখে
ভালোবাসতে না পারলে থাকবে না তুমি সুখে
কথার ভীড়ে চাপিয়ে দিও না নিজের দোষটাকে
সবার সাথে মিলিয়ে দিয়ে ফিরালে আমাকে
তুমি যদি পারো আমি পারবো না মোটে
আমার বিবেক যতটুকু ততটা দেবো তোমাকে
ভেবোনা আর ঈশ্বর যদি এভাবে চায়
তোমার প্রতি ভালোবাসা যেন ঈশ্বর দেয়।
২৭/০৬/২০১৯
সকাল ৭ঃ১৪
৫.
সহানুভূতি
বিমল মণ্ডল
একটা জীবন যখন
সত্যিকারের নতুন আশ্রয় চায়
তখনই অবহেলিত হয় সমাজের কাছে
যে সমাজ অজ্ঞতার কারণে
নিদারুন নির্যাতন করে
একটু সহানুভূতি কি পেতে পারে না?
তাহলে কেন বলি ভালোবাসি?
কেন এতো লেখালিখি?
কেন এতো প্রতিবাদী?
তোষামোদে ভরে যায় সমাজ
যে যার প্রচারে ঢেউ তোলে
সহানুভূতির নেই সেখানে স্থান
ভালোবাসা যায় হারিয়ে
স্তব্ধতা আসে বিনা বিচারে
রক্তের খেলা বিনা কারনে
কবিতায় নির্মমতা আর আসেনা
শব্দের সহানুভূতি প্রলেপ লাগায়
শব্দে রাঙানো সহানুভূতি আজ নিজ আশ্রয় পায়
সমাজ আজ জেগে ওঠে
নতুন সহানুভূতির জন্ম দেয়।
২৮/০৬/২০১৯
সকাল -৭ঃ০২
৬.
প্রতিবন্ধকতা
বিমল মণ্ডল
খোলা মনে ভাবুন বসে
হারানো স্মৃতি আপন ভেবে
সপ্রসঙ্গ তুলি ধরি
ব্যাকুলিত হৃদয়ে প্রকাশ করি
আবেগের স্রোতে হারায়নি
আশার আশ্রয়ে বাঁচতে চেয়েছিলাম
আমার জানা নেই
আপনার অতীত
জানা নেই ইতিহাস
তবু্ও ভালোবাসার তীব্র বাসনা বুকে
সুগভীর লোভে এগিয়ে যাই
হঠাৎ আঁধার আসে নেমে
সমস্ত ভাবনা অন্ধকারে ঢেকে যায়
প্রতিবন্ধকতা ঘিরে ফেলে
নিরাশার অন্ধকারে
আমি অসম্ভব ভয় পেয়ে
ভালোবাসাহীন বুকে
আমি আমার স্মৃতি নিয়ে
আজও !
২৮/০৬/২০১৯
বিকাল ৩ঃ২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন