লেবেল

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

কবিতা

সাবধানের গল্প
বিমল  মণ্ডল

আমরা সাবধান  হই
কিন্তু  অসাবধানে  পথে  চলি
শুধু  বলি আমরা খুব  সাবধানী
তাই হোঁচট  খাই খানিকটা
আসলে সাবধান  হওয়া  আর অসাবধানে  বোমারু হওয়া
নাকি  সমাজের চিত্র

যদি সুন্দর  সমাজ আসে পাশে
সাবধান থাকে না  কেউ তাতে

চিৎকারে  প্রসংশা  ছড়ায়
সাবধানে  সবাই

সাবধানী সত্যিই  আমরা বলেই
পদে পদে এতো  হোঁচট  খাই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন