লেবেল

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

কবিতা

আদর্শ বন্ধন
বিমল মণ্ডল

বয়সের  সাথে সাথে
সংসারের থেকে প্রকৃতির টান বেশি
মায়ায় ঘেরা নিজের  বাসনা  ছেড়ে পিছুটান  আসে
পরিবারের  সাথে ঘটে কত ঘটনার  সাক্ষী
দিনের আলো  নেভার  শেষে  ফিরে আসার জাগতিক  শক্তির  টান

একটু  শান্তির  আশায় প্রকৃতির  খোলা  হাওয়ায়  মন ভাসিয়ে  দেই

আত্মভোলা  বন্ধনের স্বপ্ন  দেখি
সততা , নিষ্ঠাবান  এ সবই আমার আদর্শ
পরিবার  আর প্রকৃতিই শুধু  মায়ার বন্ধন

এই পরিচয়েই হলে
তোমার আমার আদর্শ বন্ধন।


২৫/০৬/২০১৯
সকাল ১০ঃ৩১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন