লেবেল

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

কবিতা

পিতা
বিমল মণ্ডল

শরীরে  রক্তের  গন্ধ শোঁকে  কি কেউ?
পূর্বজন্ম কি বলে?
এমন  প্রশ্ন  আমার ছোট্ট  মাথায় বাসা বাঁধে
কেননা  আমি তো একেই পথিক

মহাভারতে  কর্ণ তাঁরও বাবা ছিলো
তাহলে তাঁর  পরিচয়  সূতপুত্র  কেন?
শুধু  জন্ম দিলেই বাবা হওয়া  যায়?
এ উত্তর নেই তোমার  কাছে?
শুধু নিজের  কামনায়  জন্ম বলে তা নিজেরই?

ভালোবাসার মূল্য  নেই?
তাহলে  কেন সমাজ?
কেন বা এতো পরিশ্রম?
কেন এতো লেখালেখি?

অপরাধী  আমি যদি হই
তুমি কেন নই?

তোমার  দেওয়া  এই স্নেহ আমার শরীর  ঘিরে

সত্যিই  যদি স্বপ্নটুকু পূরণ  করো তুমি
আজীবন  পিতার  আসন পাবে
আমায় তুমি ঘিরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন