।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। ছড়াক্কা পর্ব— ৮।।
পাঠান-মুঘল
মুক্তি দাশ
খেলা হয়েছিল সেয়ানে সেয়ানে,
শিল্ডটা ছিনিয়ে কে আনে, কে আনে!
আমি তো নেহাৎ আদার ব্যাপারী,
তবু সে খেলায় ছিলাম রেফারি -
দুই গোলে হেরে ভূত পাঠানেরা, লেখা আছে সব ভূগোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন