লেবেল

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ২০।। যদি - ফটিক চৌধুরী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ২০।।




যদি

ফটিক চৌধুরী 


অমল ধবল বিমল মুক্ত হাওয়া 
মনের ভেতর করুক আসা যাওয়া 
আকাশে ওড়ে পাখি
তাকেই কাছে ডাকি
ডানা দুটিই যদি তার যেত পাওয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন