।। প্রতিদিন বিভাগ।।
।। মে সংখ্যা।।
।। প্রতিবাদী কবিতা -৩।।
অস্ত্র অভিমুখে
বিকাশরঞ্জন হালদার
অস্ত্র দূরান্তর...অস্ত্র অভিমুখে
বাঁশরী বাঁধন
ন্যাড়া স্বপ্নটা, যেন
হেরে যাওয়া বাঁধে বুকে
চাঁদ পুড়ে যায়
অমাবস্যায় রক্ত যেমন কাদা
বাঁচায় প্রখর জং ধরেছে! প্রত্যয় বুঝি
হাত ফসকায়...যা-তা!
জীবন জটিল, বিরুদ্ধাচার
ছাই উড়ে যায়...ছাই উড়ে যায়
রক্ত যেমন কাদা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন