কার্ত্তিক মণ্ডল
তুমি এতটা নির্দয়
মনুষ্যত্ব বলী দিতেও কার্পণ্য করোনি
আলো নিভিয়ে করেছ মাতৃত্ব দোহন
উন্মুক্ত হিংস্রতায় মাতৃস্তনও মূহ্যমান ।
এই পোড়া পেট কি বারণ শোনে
না প্রতিরোধ মানে
নির্বিরোধ প্রতিবাদে দলদাস মূর্খ উর্দিধারীর তান্ডাব
কোনো সুস্থ মনুষ্য সমাজে কেউ দেখেছে কিনা
ভাবায়...
ক্ষমতার এত দাম্ভিকতা
দেখবে—
একদিন সুপ্ত পৃথিবীও জাগ্রত হবে
আগ্নেয়গিরির জ্বালা মুখ
ধ্বংস করে দেবে এই পাপভূমি
সেই অপেক্ষায় থেকো
কেমন...!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন