লেবেল

রবিবার, ৯ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১০।। গোবিন্দ মোদক-র অণুকবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১০।। 




গোবিন্দ মোদক-র অণুকবিতা


১.

বসন্ত এসে গেছে সীমাহীন মাঠ 

আগুন রঙেতে রাঙা পলাশের বাট 

থোকা থোকা ব্যথা নিয়ে শিমুলও জাগে 

তারাভরা ফাল্গুন একা রাত জাগে 

আমের মধুর বাস সহচরী হয় 

কোকিলের কুহুতান গায়- “জয়! জয়!”



২.

“ফিরে আসবে বলে কথা দিয়েছিলে” 

কথা রাখোনি 

তবুও ফাগুন এসেছে নিজের নিয়মে 

কোকিলের ডাকে, আমগাছের শাখে, 

নব কিশলয়ে, মধুপে, পলাশে, 

শিমুল হাতছানি দেয় … 

বুকের ব্যথা লালে লাল।



৩. 

যা কিছু চেয়েছি শীতে 

উজাড় দিয়েছে বাসন্তিকা –

বাতাসে টান, সীমাহীন প্রান্তর 

মাঝির ভাটিয়ালী জুড়ে শূন্যতা 

একা প্রান্তর জাগে পলাশবন।



৪. 

ভেবে দেখলাম- বেশী বলা ঠিক হবে না 

তার চেয়ে, চেয়ে চেয়ে দেখাই ভালো 

দু'চোখে বুঝে নেওয়া যায়- 

একটা ফাল্গুন রূপবতী হলে 

আবীরে আবীরে পথ হাঁটে শান্তিনিকেতন

কিংশুক-গল্প ছাড়া অন্য কোনও কথা নেই।



৫. 

তুমি কথা দিয়েছিলে- 

ফাগুন এলে একটা বসন্ত দেখাবে 

যেখানে দিকশূন্যপুর জুড়ে 

পলাশের মাঠ, শিমুলের বন 

আর মধুগন্ধে মিশে যাওয়া 

মাদলের বোল। 

কিন্তু না, তুমি আসার আগেই 

নেশা ফিকে হয়ে গেছে মহুয়া-রসে। 



৬. 

তুই ফাগুন হলে 

আমি একটা পলাশের ডাল 

কিংবা শিমুল গাছের কোকিল 

যে পঞ্চম সুর ছাড়া 

অন্য কিছু গাইতেই জানে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন