লেবেল

শনিবার, ৮ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৯।। বসন্ত এসে গেছে... — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-৯।। 





বসন্ত এসে গেছে... 

দীপক বেরা 


১.
মৃদুমন্দ মাতাল বাতাসে ফাগুন এসে
বালিকার মতো খেলা করে, খোঁপার 
বেলফুল ছুঁয়ে বাতাসে ভাসে আড়বাঁশি গান
কেউ কি জেনেছে, কার কত কিছু ভেসে গেছে? 
তুমিও কি বুঝেছ তা, কাটাকাটি কবিতার সারি? 
কোনদিকে গেলে তার বাড়ি? 

২.
মধুমাস এলেই উঠোনে জ্বলে চাঁদ 
কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল এগিয়ে আসে
ঘিরে ফেলে প্রগলভ আগুন 
বাতাসে হরিষ ওড়ে 
মধুগন্ধ নমনীয় খাদ বেয়ে 
নেমে যায় উশ্রীনদী, বাকিটা জীবন 
এঁকেবেঁকে অনন্ত ভ্রমণ...

৩.
তুমি নেই— তবু শিহরণ, শরীরে কাঁপন
হাওয়ার সাক্ষ্য শুধু অন্ধকারে পাতার শনশন
দিগন্তে ধাবমান বসন্ত, অভিসারে কুমারী নূপুর
চারপাশে এতকিছু আছে, তবু
অদৃশ্যের লুকোনোটাই বড্ড বেশি অগণন
ব্যর্থতার দায়টুকু নিয়ে অরণ্যে উন্মাদরোদন

৪.
মহুল ফুল খোঁপায় গুঁজে মেয়েটি যখন 
পাশে এসে বসে, তখন মেয়েটির শরীর 
আর শরীরের মনও পাশে এসে বসে
ওই ছায়াঘন আম্রমুকুল, কামরাঙা ফুল—
চিতল হরিণ যখন দেখে... ডোরাকাটা বাঘ... 
মন তখন যোজন দূরের অলৌকিক জলযান
সুন্দর মন আর সুন্দরবনের মাঝে 
ছোঁয়ার ভাবনাটি পেন্ডুলাম হয়ে দোলে

৫.
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার দল 
লালবাতি জ্বেলে আসন্ন বিপদ সামলানোর 
বার্তা দেয়— "বসন্ত এসে গেছে" ... 
আমাদের 'লোগো' বিশেষ রং ছাড়া চেনে না 
এদিকে দাবার ঘুঁটিরা এতটাই শয়তান হয়েছে 
মন আর শরীরের আলাদা হিসাবখাতা খুলেছে 
হ্যারিকেনের মাথায় লাখ টাকার ঝাড়লন্ঠনের 
হিসাব মেলাতে সৌরপ্রশ্নগুলো ঝালিয়ে দেখে
সাংকেতিক শূন্য উড়ছে বসন্তের তুমুল আকাশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন