লেবেল

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২৪।। এক মুঠো মেঘ — কার্ত্তিক‌ মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। ,

 



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২৪।। 




এক মুঠো মেঘ

  কার্ত্তিক‌ মণ্ডল


১.
ঝরঝরে বিকেলে------
খোলা আকাশের নীচে গিয়ে যখন বসি,
জল,মাটি, বাতাস কার না ভালো লাগে ।
দূরে 


২.
সাঁওতাল বৌ আল খুঁটিয়ে খুঁটিয়ে গুগলি খুঁজছে
বুকে বাঁচার মন্ত্র ‌।


৩.

এক মুঠো মেঘ আকাশ ছুঁয়ে ছুঁয়ে
কি যেন বলে যায়
সারসের ডানার ঝাপটা আসে ভেসে
এলো চুল উড়ে উড়ে পড়ছে মুখে
উঃ বাসন্তী রঙটা মানিয়েছে বটে,তোমায়



৪.
ঈশান কোনে কালবোশেখি ঝড়
এক রাশ স্বপ্ন ভাঙার বুঝি  ।
দূরে কোকিলার কুহু কুহু রব
যেন আঁকা বসন্তের ছবি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন