লেবেল

বুধবার, ১২ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১৩।। মানস মুখোপাধ্যায় -এর অণুকবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণু কবিতা)-১৩।। 




 মানস মুখোপাধ্যায় -এর অণুকবিতা 


১.

নিঃসঙ্গ 

              

কোকিলের স্বরে জাগছে সকাল 

আমি জাগছি পেটের দায়ে 

পলাশের রং আমার চোখে 

বসন্তের বাতাস নেই আমার হৃদয়ে!

কুয়াশা চিরে হেঁটে চলেছি আমি একা।



২.

 অনুভূতি -৩

            

মাটির প্রতিমাও একসময় জলে মিশে যায়,

রক্ত মাংসের শরীরও একসময় 

মাটি কিংবা আগুনে মিশে যায়,

দম্ভ বিলীন হয়ে যায়,

অহংকার হারিয়ে যায়,

থাকে শুধু কিছু তিক্ত অভিজ্ঞতা 

আর আমার কিছু সুন্দর রূপায়ণের 

জলছবির স্মৃতি!



৩.

হতাশা 

              

বয়সের কাপে চুমুক দিতে দিতে 

একসময় বেকার দুপুর পার করে 

রাতের দোলনায় ঘুমিয়ে পড়ি।

লক্ষ লক্ষ তারা মাথার উপর ,

হাজার হাজার জোনাকী আমার চারপাশে,

শনির দশা কাটবে কখন ?

প্রহরের পর প্রহর পার হয়ে যায় !

হতাশ বাংলায় আগামী জাতকের মগজে

মাকড়সা জাল বুনে যায়।

 


৪.

ছোট আকাশ

                 

এখন আমি ক্রমশঃ ছোট হয়ে যাচ্ছি,

ছোট হয়ে যাচ্ছে আমাদের বাস্তু,

আমাদের সংসার, আমাদের উঠোন।

উঁচু উঁচু দালানগুলির মাঝে 

ছোট হয়ে যাচ্ছে আমার মাথার আকাশ ।

জীবন ভাঙছে টুকরো টুকরো হচ্ছে,

টুকরোগুলো পড়ে আছে অবহেলিত যত্রতত্র,

মূল্যবোধহীন অমানবিক দিনযাপন।



৫.

 আস্তানা 

                   

ওরা ফিরছে সারিবদ্ধভাবে 

নিজের আস্তানায়- ফুরিয়ে যাওয়া দিনের 

শেষবেলায় । সারাদিনের পরিশ্রমে আদৌ 

পেট ভর্তি হলো কিনা জানিনা,

জানা নেই তাদের নির্দিষ্ট আস্তানা আছে কিনা!

কিন্তু আমার নিজস্ব আস্তানা ছিল--

এখনও আছে--কখন যে হারিয়ে যাবে জানি না!

ফুরিয়ে যাওয়া দিনের মতোই কখন যে 

হারিয়ে যাবে সেই মুখ--

ঘরে ফিরলে শুনি আমার মুমুর্ষু মা গাইছে -

হরি দিন তো গেলো সন্ধ্যা হলো 

 পার করো গো আমাকে ---







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন