লেবেল

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৮।। শীতবুড়ির নির্বাসন — অজিত দেবনাথ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৮।।



শীতবুড়ির নির্বাসন

অজিত দেবনাথ 


সাদা কাঠের বেড়ার উপর ভর করে শীতবুড়ি এলো

বনের পথ হারিয়ে এখানে এলো

লাঠি ঠুকে-ঠুকে এলো 

কুয়াশা-জড়ানো একমাথা রুক্ষ চুল

অতি করুণ আর সন্তানহীনতার আকুতি

সামান্য ভেজা-গা, মুখে নিঃসীম শূন্যতা

অব্যক্তের কুহেলিকা ছিন্ন করে দেখাতে এলো শীতের স্থানাঙ্ক বদলের ঠিকানা

এসো-এসো শীতবুড়ি-

তোমাকে যে কোথায় বসতে দেই?

আজকের বাঁচার খেলা শুধু নাড়াচাড়ার খেলা

মৌমাছির মতো বিরাট খেলা

কিন্তু হুঁশ নেই, চোখ নেই

আশপাশের প্রকৃতির গা-ভেজা, না উষ্ণ

উদাসীন চোখে কৌতূহলের প্রশ্রয় ফলক নেই

শীতবুড়িকে আর বসতে বলি না

উত্তরের আলপথ ধরে শীতবুড়ি

ন্যুব্জ দেহে লাঠি ঠুকে-ঠুকে ফিরে যায়

শীতবুড়ি করুণ দৃষ্টিতে  শিমের মাচার দিকে তাকায়

 সেখানে আর বেগুনি রং ফুল ধরে না

কাঠপালা জ্বালিয়ে আগুনে আর হাত-পা সেঁকা হয় না

 হয়তো  দু-একটা বালিহাঁস পথ ভুলে  মাথার ওপর দিয়ে  উড়ে যায়

এখন আর শীতবুড়ি আসে না

 তার নাতনি আসে

জানালার সামান্য ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে

গোটা ফ্ল্যাটবাড়িটা নিউমোনিয়ায় আক্রান্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন