।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১৫।।
শীতের ছড়া
দীনেশ সরকার
শীত এলে যে লাগে ভালো
খুশি-মজায় ভরা
সোয়েটার আর লেপ-কম্বলে
শীতের আমেজ করা।
শীত সকালে খেজুর রসে
মন মজে যায় ভাই রে
নলেন গুড়ের নাড়ু-মোয়া
কোন্ ঋতুতে পাই রে!
দলবেঁধে যে পিকনিকে যাই
করি কত হৈ-চৈ
ঠিক চলে যাই বই-মেলাতে
কিনতে সব মজার বই।
হাড়-কাঁপুনে আসুক না শীত
শুনি না তো মানা
ঘুরতে যাই যে ভিক্টোরিয়া
আর চিড়িয়াখানা।
ময়দানেতে সার্কাস তাঁবু
পড়ে যাদি ভাই রে
ছোট-বড় সবাই মিলে
দেখতে যাওয়া চাই রে।
পিঠ পুড়িয়ে মিঠে রোদে
খাই যে পিঠে-পুলি
আনন্দে তাই যায় কেটে যায়
শীতেরই দিনগুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন