।।প্রতিদিন বিভাগ।।
।। জুন সংখ্যা।।
।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২০।।
শান্তনু ঘোষ এর কবিতা
১.
ভয়
এইমাত্র বাড়ির গেটের কাছে হর্ন বাজালো
স্কুলে যাওয়ার প্রাইভেট কার,
মা তার বাচ্চাকে হাত ধরে নিয়ে
গেল স্নেহে।
কোন বাবা মা না চায় তার সন্তান
বড় হয়ে দেশ দশের একজন হবে,
কার না ভালো লাগে শুনতে
এমনটাই হওয়া উচিত।
এই তো সেদিন পাড়ার রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায়
বিট্টুর মাকে বেশ আনন্দের সঙ্গেই রীতেশের মা বলে,
আমাদের রীতেশের ঠিক বাংলাটা আসে না।
এ কথা শুনে
বিশ্বাস করো এ কথা শুনে
আমার মাথা বনবন করে ঘোরে ,
আর আমি হা হয়ে রবীন্দ্রনাথকে দেখতে থাকি।
মা হয়ে মাতৃভাষার এমন অপমান
আমাকে কুঁড়ে কুঁড়ে খায়,
বুকে কষ্ট হয় খুউব।
ঠিক কেমন হলে বড় হওয়া বোঝায়
আমি তা জানি না, তবু
মাতৃভাষা মায়ের দুগ্ধ সমান তা জানি ;
এখন এইভেবে আমার ভয় হচ্ছে যে
একদিন সমস্ত সন্তান ভুলে না যায় ভালবাসতে মাকে,
আজ মাতৃভাষায় কথা বলা মানুষের উদ্দেশ্যে বলি: বড় হও
কালিদাসের মতন ভুল
করো না কখনো।
২.
প্রতিদিন
প্রতিদিন কিছু না কিছু অভিজ্ঞতা জমে ঝুলিতে।
জীবনে পথ চলার পথে সাবধান হই
কখনো কখনো
অনায়াসে কেটে যায় বাধা-বিপত্তী।
সমস্যায় জেনে বুঝে পড়ি না ।
অভিঞ্জতা এক প্রকার ঞ্জান যা সকলকে
সফলতার দিকে নিয়ে যায়
ব্যর্থতা ঢাকে
ভোরের মতন আলো ফোটে
অন্ধকার ফিকে হয়
ক্রমশ
এইভাবে জীবনে পরিচ্ছন্ন বাঁচা শিখি রোজ
এবং
বদলায় জীবন দর্শনও।
৩.
অন্তরে ছায়ার মতন নিবিড় স্থিরতা
মানুষের ভালোবাসা ছাড়া বড় কোন পুরস্কার নেই
ভালোবাসা ছাড়া সব পুরস্কারের গায়ে ধুলো জমে
ভালোবাসা একটা মায়া
ভালোবাসা একটা বন্ধন
ভালোবাসা একটা গান,
যে গানের সুরে জীবনে ফেরে ছন্দ।
ভালোবাসা থাকলে
মানুষ থাকে পাশে
ভালোবাসার পাশে দাঁড়ায়
ভালোবাসা আশীর্বাদ হয়ে ঝরে,
এ মাটির পৃথিবীতে মানুষ থাক
আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাক
ভালোবাসা ছাড়া নেই বড় কোন পুরস্কার।
৪.
ছায়া
যে আঙুল শত্রুর দিকে উদ্যত হয়
সে হাত কখনই ছাড়তে নেই
আমি সে হাতের সঙ্গে আছি।
একটা হাতই দাঁড়াতে সাহায্য করে
প্রিয়জন হয় সে মুখ,
কণ্ঠে তার কণ্ঠ মেলায় মানুষ।
আমি ওই হাতের সঙ্গে আছি
আমি ওই মুখের সঙ্গে আছি
আমি ওই ছাতার তলায় আছি
বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য,
আর কে না আশা করে?
আঁধার ভাঙা এক সকাল।
৫.
নির্ভরতা
মাটিকে আপন করার মধ্যেই আনন্দ
এ মাটিকে ঘিরেই গড়ে ওঠে মানুষের বসতি
যে মাটিকে আপন করতে জানে
মানুষ তাকে আশ্রয় দেয়,
মাটির কথা যে ভাবে
মানুষ তাকে হৃদয়ে রাখে।
মাটিকে আপন করার মধ্যেই আনন্দ
যে মাটিকে আপন করতে জানে
মানুষ তার হয়ে যায়,
মানুষ সঙ্গে থাকলে
ভয় থাকে না মাটি হারানোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন