।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ১৪।।
নজরুল
ভক্ত গোপাল ভট্টাচার্য
"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
আর হাতে রণতূর্য''—
তোমার গান কবিতা দিয়ে জাগিয়ে ছিলে...
তুমি বিদ্রোহী কবি,
মানুষে মানুষে ভেদাভেদ কেন
ধর্মের নামে ভেদ, জাতের নামে ছিলো না কাটাতার
চক্ষুওয়ালা আজও অন্ধ, এতো ভন্ডামী
চুলচেরা বিশ্লেষন এতো ভূল
রবীন্দ্রনাথের এক বর্ণ নজরুলের এক...।
আকাশে কিছুতেই মেঘ ভাসছে না
কোনো বজ্রের গর্জনও শোনা যাচ্ছে না
তালা আটা মুখ তুলো ঠাসা কান
নিজের কাছে নিজেই আজ ভীষণ দুর্বোধ্য ।
আজকের ভারত, তোমাকে শতকোটি প্রণাম
তোমার ভারতে রাস্তা চলে এঁকে বেঁকে
চর্তুদিক অন্ধকার ।
বিষে বিষে ভাসছে শবদেহ নদী সাগরের জলে
শেষ হয়নি রাজায় রাজায় যুদ্ধ, রক্ত নিয়ে হোলি
রাত্রি, ভীষণ যাদু যানে
অজান্তে ঘিরে রাখে তোমার আমার জীবন
আজ আমরা এতই দুর্ভাগা মুক্তি নেই
দুরন্ত সাহস, উদ্ধত উলঙ্গ দৃষ্টি...
যেন তেন প্রকারণে ক্ষমতা দখল
আজোও বিধবার বুকে ক্রন্দনশ্বাস হা-হুতাশ
হারিয়ে বিজয় কেতন...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন