লেবেল

রবিবার, ২৬ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১০।। কবি নজরুল — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১০।। 




কবি নজরুল 

হীরক বন্দ্যোপাধ্যায় 


বিষের বাঁশি বাজাতে বাজাতে তুমি নীল  হয়ে গেছো কবি,সেই গরলের উপর বিপজ্জনক ভেসে থাকা
দূর দরিয়ায় নৌকো ভাসিয়ে তুমি গেয়েছো প্রেমের গান,ঢেউয়ের ধাক্কায়  যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে জেনেও নারী পুরুষ নির্বিশেষে ধর্ম অধর্ম জাত পাত নির্বিশেষে পাঠিয়েছ মানবতার সংকেত. ..
আজ যখন পায়ের তলায় আমাদের আর কোনো মাটি নেই , আজ যখন সংস্কৃতি বলতে হৈ হুল্লোড়ের ব্যান্ডপার্টি, আজ যখন বাতাসে বাতাসে লাট খাচ্ছে  সাবানর ফেনা তখন তুমি  শুধু  তুমি 
একমাত্র ঘনঘোর অন্ধকারে মোমের আলো
তুমি আমাদের নিঃসঙ্গ জীবনে নিঃশ্বাসের বায়ু 
তুমি আমাদের উদ্ধারের আঙুল  
আত্মার আত্মীয়, নিকট কুটুম ..
দ্বিতীয় কোনো  উপায় নেই আর
সঞ্চিতা পড়তে পড়তে  প্রতিটি  শব্দে অক্ষরে আমি
দেখেছি  প্রেম ও মানবতা কাকে বলে ?

আমিও তোমার মতোই  রাঢ়বঙ্গের এক বোহেমিয়ান যুবা ,ডান হাতে তাগার মতো পরে আছি তোমাকে 
আমার পরাণসখা,দয়িত
ওই আকাশের গভীরে তুমি থাকো
সকলের মঙ্গল  যাতে হয় দেখো ...
 

1 টি মন্তব্য: