।। প্রতিদিন বিভাগ।।
।। নজরুল স্মরণে- ৯।।
মহাবিদ্রোহী ও মরমী নজরুল
দীপক বেরা
কাজী নজরুল, তুমি প্রথমত এক কবি
অথচ— নও তুমি শুধুমাত্র এক কবি সত্তা
তুমি মহাসংগ্রামী, মহাবিদ্রোহী এক বিপ্লব শিখা
তুমি অগ্নিবীণার ঝংকার, প্রতিরোধের আংরাখা
কবিতাই তোমার সংগ্রাম ও দ্রোহের ভাষা
যে বিদ্রোহ পদানত পরাধীনতার বিপক্ষে
শোষণ, শাসন আর অন্যায় অবিচারের বিপক্ষে
সাম্প্রদায়িক ভেদাভেদ ও জাতপাতের বিরুদ্ধে
তোমার কবিতা, গান স্বাধীনতার উদ্দীপিত সুর
তোমার কৈফিয়ৎ সমকালীন জীবনযন্ত্রণার ভাষা
যত অন্যায় অবিচার, তুমি ভেঙে কর সব চুরমার
তুমি প্রলয়ংকরী উথাল পাথাল কীর্তিনাশা প্লাবন
শিল্প-সাহিত্যে নান্দনিকতার বাঁধা গতের বিপরীত স্রোত
নতুনত্বের প্রয়াসী, প্রচলিত ধরনের ছকভাঙা ব্যাকরণ
ভাঙন খননের স্বতন্ত্র পথ, বিদ্রোহের ভিন্নতর উচ্চারণ
তুমি অসুর-পুরের শোর, আধুনিক প্রগতির কামাল পাশা
কাজী নজরুল—
জীর্ণ পুরাতন যত আধিপত্যবাদ, আর
ধর্মীয় গোঁড়ামি ভাঙার মুক্তির দিশা
নজরুল মহাসংগ্রামী বিপ্লবী, মহাবিদ্রোহী মহারণ
আবার তিনিই অক্লেশে কালী ও কৃষ্ণের মরমী গান
তিনি মানবতাবাদ, লিঙ্গবৈষম্যহীন, জাতপাতহীন
শ্রেণিশোষণহীন সমাজের স্বপ্নে উদারতার সামগান
সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসা বিধ্বস্ত ভারতবর্ষে
কাজী নজরুল আজও সমান প্রাসঙ্গিক ও চলমান...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন