।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৫।।
দোলা লাগলো...
বিকাশরঞ্জন হালদার
১.
ফাগুন-রঙ আবেশে ভাবি অনিয়ম
শৃঙ্খল ভেঙে যাক
খোলা আকাশের নীলে ছড়িয়ে দিলাম
মুঠো মুঠো পলাশ...
তোর বুকে আগুন স্পর্শ করুক আমার কিশোর!
জীবন তো এক বিষাদ-মধুর বেলা
আত্ম এবং পরের উক্তি
ফাগে ফাগ মেখে চলে
দোলা লাগলো...
২.
তোকে কেনো স্পর্শ করিনা কে জানে!
উষ্ণতা যেখানে যতটুকু
ভেসে যায় মন...
মন বড় অবাধ্য, হিসাব হারায়
ফাগুন লেগেছে সংগোপনে!
সংযোজনে সযত্ন শিথিল
ছায়ার আঁচলে আগুনের সুঘ্রাণ...
ভ্রমর হলাম, তোর দু'গালের টোল'এ!
যা হবার তা হবে...
৩.
প্রতিক্ষণে'র সন্তর্পণ, অসম্ভব হিসাব করে চলা,
ফেলে রেখে হাওয়ার হাত'টি ধরি...
প্রশ্রয় পাক পলাশ গাঁথা মালা
এই আমি আজ 'ফাগুন' হয়ে গেলাম!
৪.
'সময়-গহন' থেকে উঠে আসে ডাক
পিরিতি ভরায়!
ভালোকরে ভেবে দ্যাখার আগেই
উষ্ণতাগামী হয় তোর, মিঠে-উঠোন দাওয়া...
ও-লো? এ'কি প্রেম? না'কি উন্মাদনা!?
কোকিল কেঁদে মরে!
সংবরণের ভিতর দিয়ে, তবে কি তুই
পালিয়ে যাবি 'মন'?
আবির ওড়ে দুরন্ত-স্পর্ধায়!
বসন্ত বলেছে খুব করে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন