।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৪।।
বসন তো খসে গেছে
সুজিত রেজ
শরীর চেনার মতো কঠিন এই সময়
প্রেমের উজানে নেই চোখের জলের ভাষা
বুকের খাঁচায় নেই কোনও সুফি হৃদয়
ও পারে বাঁশের সাঁকো এ পারে পলাশা
নেড়াপোড়া আগুনের কামরাঙা চরাচর
ভাঙা বিশ্ব পড়ে আছে ভেঙে পড়া বিশোয়াসে
চোরা মুহূর্তগুলো আবেগের উজাগর
ফাল্গুনি দোল-দুলাল বসন তো খসে গেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন